الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৬১

এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।

৬২

এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?

৬৩

আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।

৬৪

এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।

৬৫

এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।

৬৬

কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।

৬৭

তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,

৬৮

অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।

৬৯

তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।

৭০

অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।