الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৮১

সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।

৮২

অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।

৮৩

আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।

৮৪

যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,

৮৫

যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?

৮৬

তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?

৮৭

বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?

৮৮

অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।

৮৯

এবং বললঃ আমি পীড়িত।

৯০

অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।