( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
(It will be said): "This is the Day of Judgement which you used to deny."
একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
(It will be said to the angels): "Assemble those who did wrong, together with their companions (from the devils) and what they used to worship.
আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
"Instead of Allah, and lead them on to the way of flaming Fire (Hell);
এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
"But stop them, verily they are to be questioned.
তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
"What is the matter with you? Why do you not help one another (as you used to do in the world)?"
বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
Nay, but that Day they shall surrender,
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
And they will turn to one another and question one another.
বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
They will say: "It was you who used to come to us from the right side [i.e. from the right side of one of us and beautify for us every evil, order us for polytheism, and stop us from the truth i.e. Islamic Monotheism and from every good deed]."
তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
They will reply: "Nay, you yourselves were not believers.
এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
"And we had no authority over you. Nay! But you were transgressing people (disobedient, polytheists, and disbelievers).