উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

التكوير

সূরা আত-তাকভীর

Surah At-Takwir

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

যখন আকাশের আবরণ অপসারিত হবে,

And when the heaven shall be stripped off and taken away from its place;

১২

যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে

And when Hell-fire shall be kindled to fierce ablaze.

১৩

এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,

And when Paradise shall be brought near,

১৪

তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।

(Then) every person will know what he has brought (of good and evil).

১৫

আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।

So verily, I swear by the planets that recede (i.e. disappear during the day and appear during the night).

১৬

চলমান হয় ও অদৃশ্য হয়,

And by the planets that move swiftly and hide themselves,

১৭

শপথ নিশাবসান ও

And by the night as it departs;

১৮

প্রভাত আগমন কালের,

And by the dawn as it brightens;

১৯

নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,

Verily, this is the Word (this Quran brought by) a most honourable messenger [Jibrael (Gabriel), from Allah to the Prophet Muhammad (Peace be upon him)].

২০

যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,

Owner of power, and high rank with (Allah) the Lord of the Throne,