উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

عبس

সূরা আবাসা

Surah Abasa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১

অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

Then He causes him to die, and puts him in his grave;

২২

এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

Then, when it is His Will, He will resurrect him (again).

২৩

সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

Nay, but (man) has not done what He commanded him.

২৪

মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

Then let man look at his food,

২৫

আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

That We pour forth water in abundance,

২৬

এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

And We split the earth in clefts,

২৭

অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

And We cause therein the grain to grow,

২৮

আঙ্গুর, শাক-সব্জি,

And grapes and clover plants (i.e. green fodder for the cattle),

২৯

যয়তুন, খর্জূর,

And olives and date-palms,

৩০

ঘন উদ্যান,

And gardens, dense with many trees,