( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
Truly, Hell is a place of ambush,
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
A dwelling place for the Taghun (those who transgress the boundry limits set by Allah like polytheists, disbelievers in the Oneness of Allah, hyprocrites, sinners, criminals, etc.),
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
They will abide therein for ages,
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
Nothing cool shall they taste therein, nor any drink.
কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
Except boiling water, and dirty wound discharges.
পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
An exact recompense (according to their evil crimes).
নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
For verily, they used not to look for a reckoning.
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
But they belied Our Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, and that which Our Prophet (Peace be upon him) brought) completely.
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
And all things We have recorded in a Book.
অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
So taste you (the results of your evil actions); no increase shall We give you, except in torment.