النبا

সূরা আন-নাবা

Surah An-Nabaa

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

২১

নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,

২২

সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।

২৩

তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

২৪

তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;

২৫

কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।

২৬

পরিপূর্ণ প্রতিফল হিসেবে।

২৭

নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

২৮

এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

২৯

আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

৩০

অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।