উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

النبا

সূরা আন-নাবা

Surah An-Nabaa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,

And have made the day for livelihood.

১২

নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

And We have built above you seven strong (heavens),

১৩

এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

And have made (therein) a shinning lamp (sun).

১৪

আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,

And have sent down from the rainy clouds abundant water.

১৫

যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

That We may produce therewith corn and vegetations,

১৬

ও পাতাঘন উদ্যান।

And gardens of thick growth.

১৭

নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

Verily, the Day of Decision is a fixed time,

১৮

যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

The Day when the Trumpet will be blown, and you shall come forth in crowds (groups);

১৯

আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

And the heaven shall be opened, and it will become as gates,

২০

এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

And the mountains shall be moved away from their places and they will be as if they were a mirage.