উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

المدثر

সূরা আল মুদ্দাসসির

Surah Al-Muddathth

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১

সে আবার দৃষ্টিপাত করেছে,

Then he thought;

২২

অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,

Then he frowned and he looked in a bad tempered way;

২৩

অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।

Then he turned back and was proud;

২৪

এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,

Then he said: "This is nothing but magic from that of old;

২৫

এতো মানুষের উক্তি বৈ নয়।

"This is nothing but the word of a human being!"

২৬

আমি তাকে দাখিল করব অগ্নিতে।

I will cast him into Hell-fire

২৭

আপনি কি বুঝলেন অগ্নি কি?

And what will make you know exactly what Hell-fire is?

২৮

এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।

It spares not (any sinner), nor does it leave (anything unburnt)!

২৯

মানুষকে দগ্ধ করবে।

Burning the skins!

৩০

এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।

Over it are nineteen (angels as guardians and keepers of Hell).