উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

المدثر

সূরা আল মুদ্দাসসির

Surah Al-Muddathth

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৫১

হট্টগোলের কারণে পলায়নপর।

Fleeing from a hunter, or a lion, or a beast of prey.

৫২

বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।

Nay, everyone of them desires that he should be given pages spread out (coming from Allah with a writing that Islam is the right religion, and Muhammad SAW has come with the truth from Allah the Lord of the heavens and earth, etc.).

৫৩

কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।

Nay! But they fear not the Hereafter (from Allah's punishment).

৫৪

কখনও না, এটা তো উপদেশ মাত্র।

Nay, verily, this (Quran) is an admonition,

৫৫

অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।

So whosoever will (let him read it), and receive admonition (from it)!

৫৬

তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।

And they will not receive admonition unless Allah wills; He (Allah) is the One, deserving that mankind should be afraid of, and should be dutiful to Him, and should not take any Ilah (God) along with Him, and He is the One Who forgives (sins).