উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

القلم

সূরা আল কলম

Surah Al-Qalam

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১

সকালে তারা একে অপরকে ডেকে বলল,

Then they called out one to another as soon as the morning broke,

২২

তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।

Saying: "Go to your tilth in the morning, if you would pluck the fruits."

২৩

অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,

So they departed, conversing in secret low tones (saying),

২৪

অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।

No Miskin (poor man) shall enter upon you into it today.

২৫

তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।

And they went in the morning with strong intention, thinking that they have power (to prevent the poor taking anything of the fruits therefrom).

২৬

অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।

But when they saw the (garden), they said: "Verily, we have gone astray,"

২৭

বরং আমরা তো কপালপোড়া,

(Then they said): "Nay! Indeed we are deprived of (the fruits)!"

২৮

তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?

The best among them said: "Did I not tell you: why do you not say: Insha' Allah (If Allah will)."

২৯

তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।

They said: "Glory to Our Lord! Verily, we have been Zalimun (wrong-doers, etc.)."

৩০

অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।

Then they turned, one against another, in blaming.