القلم

সূরা আল কলম

Surah Al-Qalam

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

২১

সকালে তারা একে অপরকে ডেকে বলল,

২২

তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।

২৩

অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,

২৪

অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।

২৫

তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।

২৬

অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।

২৭

বরং আমরা তো কপালপোড়া,

২৮

তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?

২৯

তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।

৩০

অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।