উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

القلم

সূরা আল কলম

Surah Al-Qalam

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।

A slanderer, going about with calumnies,

১২

যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,

Hinderer of the good, transgressor, sinful,

১৩

কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;

Cruel, after all that base-born (of illegitimate birth),

১৪

এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।

(He was so) because he had wealth and children.

১৫

তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।

When Our Verses (of the Quran) are recited to him, he says: "Tales of the men of old!"

১৬

আমি তার নাসিকা দাগিয়ে দিব।

We shall brand him over the nose!

১৭

আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,

Verily, We have tried them as We tried the people of the garden, when they swore to pluck the fruits of the (garden) in the morning,

১৮

ইনশাআল্লাহ না বলে।

Without saying: Insha' Allah (If Allah will).

১৯

অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।

Then there passed by on the (garden) something (fire) from your Lord at night and burnt it while they were asleep.

২০

ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।

So the (garden) became black by the morning, like a pitch dark night (in complete ruins).