উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الدخان

সূরা আদ দোখান

Surah Ad-Dukhan

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৫১

নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-

Verily! The Muttaqun (pious - see V. 2:2), will be in place of Security (Paradise).

৫২

উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।

Among Gardens and Springs;

৫৩

তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।

Dressed in fine silk and (also) in thick silk, facing each other,

৫৪

এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।

So (it will be), and We shall marry them to Houris (female fair ones) with wide, lovely eyes.

৫৫

তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।

They will call therein for every kind of fruit in peace and security;

৫৬

তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।

They will never taste death therein except the first death (of this world), and He will save them from the torment of the blazing Fire,

৫৭

আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।

As a Bounty from your Lord! That will be the supreme success!

৫৮

আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।

Certainly, We have made this (Quran) easy in your tongue, in order that they may remember.

৫৯

অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।

Wait then (O Muhammad SAW); Verily, they (too) are waiting.