উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الحجر

সূরা হিজর

Surah Al-Hijr

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৪১

আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ।

(Allah) said: "This is the Way which will lead straight to Me."

৪২

যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই; কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে।

"Certainly, you shall have no authority over My slaves, except those who follow you of the Ghawin (Mushrikun and those who go astray, criminals, polytheists, and evil-doers, etc.).

৪৩

তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম।

"And surely, Hell is the promised place for them all.

৪৪

এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে।

"It (Hell) has seven gates, for each of those gates is a (special) class (of sinners) assigned.

৪৫

নিশ্চয় খোদাভীরুরা বাগান ও নির্ঝরিনীসহূহে থাকবে।

"Truly! The Muttaqun (pious and righteous persons - see V. 2:2) will be amidst Gardens and water-springs (Paradise).

৪৬

বলা হবেঃ এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকরে প্রবেশ কর।

"(It will be said to them): 'Enter therein (Paradise), in peace and security.'

৪৭

তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে।

"And We shall remove from their breasts any sense of injury (that they may have), (So they will be like) brothers facing each other on thrones.

৪৮

সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃত হবে না।

"No sense of fatigue shall touch them, nor shall they (ever) be asked to leave it."

৪৯

আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু।

Declare (O Muhammad SAW) unto My slaves, that truly, I am the Oft-Forgiving, the Most-Merciful.

৫০

এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রনাদায়ক শাস্তি।

And that My Torment is indeed the most painful torment.