উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الحجر

সূরা হিজর

Surah Al-Hijr

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৩১

কিন্তু ইবলীস-সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হল না।

Except Iblis (Satan), - he refused to be among the prostrators.

৩২

আল্লাহ বললেনঃ হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?

(Allah) said: "O Iblis (Satan)! What is your reason for not being among the prostrators?"

৩৩

বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন।

[Iblis (Satan)] said: "I am not the one to prostrate myself to a human being, whom You created from sounding clay of altered black smooth mud."

৩৪

আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বিতাড়িত।

(Allah) said: "Then, get out from here, for verily, you are Rajim (an outcast or a cursed one)." [Tafsir At-Tabari]

৩৫

এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত।

"And verily, the curse shall be upon you till the Day of Recompense (i.e. the Day of Resurrection)."

৩৬

সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।

[Iblis (Satan)] said: "O my Lord! Give me then respite till the Day they (the dead) will be resurrected."

৩৭

আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল।

Allah said: "Then, verily, you are of those reprieved,

৩৮

সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।

"Till the Day of the time appointed."

৩৯

সে বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব।

[Iblis (Satan)] said: "O my Lord! Because you misled me, I shall indeed adorn the path of error for them (mankind) on the earth, and I shall mislead them all.

৪০

আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।

"Except Your chosen, (guided) slaves among them."