অকর্মক ক্রিয়া থেকে উদ্ভুত কিছু গঠন কর্তার স্থায়ী গুণরূপে ব্যবহৃত হয়। এদেরকে الصِّفَةُ الْمُشَبَّهَةُ  বলে।  এর অনেকগুলো গঠন রয়েছে যেমন,

 

অর্থ

الصِّفَةُ الْمُشَبَّهَةُ

 

ক্রিয়া

 

দয়ালু

كَرِيمٌ

দয়ার্দ্র হওয়া

كَرُمَ

فَعِيْلٌ

 

মহান  

عَظِيْمٌ

মহান হওয়া

عَظُمَ

ছোট

صَغِيرٌ

ছোট হওয়া

صَغُرَ

বড়

كَبِيرٌ

বড় হওয়া

كَبُرَ

কালো

أَسْوَدُ

কালো হওয়া

سَوِدَ

أَفْعَلُ

কঠিন

صَعْبٌ

কঠিন হওয়া

صَعُبَ

فَعْلٌ

কম

بَخْسٌ

কম হওয়া

بَخَسَ

সুন্দর

حَسَنٌ

সুন্দর হওয়া

حَسُنَ

فَعَلٌ

দুর্বল

ضِعْفٌ

দুর্বল হওয়া

ضَعُفَ

فِعْلٌ

সাহসী

شُجَاعٌ

সাহসী হওয়া

شَجُعَ

فُعَالٌ

কঠিন

خَشِنٌ

কঠিন হওয়া

خَشُنَ

فَعِلٌ

ভালো

طَيِّبٌ

ভালো হওয়া

طَابَ

فَعِّلٌ

অপবিত্র

جُنُبٌ

অপবিত্র হওয়া

جَنَبَ

فُعُلٌ

 

কুরআনীয় উদাহরণ

আর তারা চক্রান্ত করেছে বিশাল চক্রান্ত 

وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا

নিশ্চয়ই আপনিই অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী

إِنَّكَ أَنتَ عَلَّامُ الْغُيُوبِ

নিশ্চয় এটা এক বিস্ময়কর ব্যাপার

إِنَّ هَٰذَا لَشَيْءٌ عُجَابٌ

নিশ্চয়ই আল্লাহ তিনিই জীবিকাদাতা

إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ

আর মানুষ তো খুবই দ্রুততা প্রিয়

وَكَانَ الْإِنسَانُ عَجُولًا

আর শয়তান মানুষকে ধোঁকা দেয়

وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا

আর আমি অবশ্যই ক্ষমাশীল তার জন্য যে তওবা করে

وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ

আর তিনিই সর্বোচ্চ এবং মহান

وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

নিশ্চয়ই তিনি  শ্রবণকারী, মহাজ্ঞানী

إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ