ইশারাবাচক বিশেষ্য (Demonstrative Pronoun) কে আরবীতে বলা হয় اِسْمُ الإِشَارَةِ । পুরুষবাচক নিকটস্থ কোন কিছুকে নির্দেশ করতে هـٰذَا (এটা) এবং দুরবর্তী কিছুকে নির্দেশ করতে  ذٰلِكَ  (ঐটা)  ব্যবহৃত হয়। নিচে আমরা পুরুষ বাচক কিছু ইসমকে নির্দেশ করা শিখি,   

এই বাড়িটি

هٰـذَا البَيْتُ

এই একটি বাড়ি

هٰـذَا بَيْتٌ

এই চাবিটি

هٰـذَا الْمِفْتَاحُ

এই একটি চাবি

هٰـذَا مِفْتَاحٌ

এটা দিনটি

هٰذَا اليَوْمُ

এটা একটা দিন

هٰذَا يَوْمٌ

এই পাহাড়টি

هٰذَا الجَبَلُ

এই একটি পাহাড়

هٰذَا جَبَلٌ

এই নদীটি

هٰذَا النَّهْرُ

এই একটি নদী

هٰذَا نَهْرٌ

ঐ বইটি

ذٰلِكَ الكِتَابُ

ঐ একটি বই

ذٰلِكَ كِتَابٌ

ঐ লোকটি

ذٰلِكَ الرَّجُلُ

ঐ একজন লোক

ذٰلِكَ رَجُلٌ

ওটা কাজটি

ذٰلِكَ الأَمْرُ

ওটা একটা কাজ

ذٰلِكَ أَمْرٌ

 

স্ত্রীবাচক নিকটস্থ কোন কিছুকে নির্দেশ করতে هٰذِهِ (এটা) এবং দুরবর্তী কিছুকে নির্দেশ করতে  تِلْكَ (ঐটা)  ব্যবহৃত হয়। নিচে আমরা স্ত্রী বাচক কিছু ইসমকে নির্দেশ করা শিখি,

এই ডাস্টারটি

هٰذِهِ الخِرْقَةُ

এই একটি ডাস্টার

هٰذِهِ خِرْقَةٌ

এই ব্যাগটি

هٰذِهِ الحَقِيبَةُ

এই একটি ব্যাগ

هٰذِهِ حَقِيبَةٌ

এটা গাছটি

هٰذِهِ الشَّجَرَةُ

এটা একটা গাছ

هٰذِهِ شَجَرَةٌ

এই বাগানটি

هٰذِهِ الحَدِيقَةُ

এই একটি বাগান

هٰذِهِ حَدِيقَةٌ

গাভীটি

تِلْكَ البَقَرَةُ

একটি গাভী

تِلْكَ بَقَرَةٌ

গ্রামটি

تِلْكَ القَرْيَةُ

একটি গ্রাম

تِلْكَ قَرْيَةٌ

কক্ষটি

تِلْكَ الغُرْفَةُ

একটি কক্ষ

تِلْكَ غُرْفَةٌ

জানালাটি

تِلْكَ النَّافِذَةُ

একটি জানালা

تِلْكَ نَافِذَةٌ

 

লিঙ্গ বচন ভেদে এর বাকী রূপগুলো,  

বহুবচন

দ্বিবচন

একবচন

هٰؤُلَاءِ

এইগুলো/এইগুলোর/

এইগুলোকে

(উভয়)

هٰذَانِ/ هٰذَيْنِ

এই দুটি/দুটির/দুটিকে (পুং)

هٰذَا

এটি/এটির/এটিকে (পুং)

هَاتَانِ/ هَاتَيْنِ

এই দুটি/দুটির/দুটিকে (স্ত্রী)

هٰذِهِ

এটি/এটির/এটিকে (স্ত্রী)

أُولَـٰئِكَ

ঐগুলো/ ঐগুলোর/

ঐগুলোকে

 (উভয়

ذٰنِكَ/ذَيْنِكَ

দুটি/দুটির/দুটিকে (পুং)

ذٰلِكَ

ওটি/ওটির/ওটিকে (পুং)

تَانِكَ/ تَيْنِكَ

দুটি/দুটির/দুটিকে (স্ত্রী)

تِلْكَ

ওটি/ওটির/ওটিকে (স্ত্রী)

 

স্থানের জন্য ব্যবহৃত ইসমুল ইশারাগুলো হলো,

ثَمَّه

ثَمَّ

هُنَالَكَ

هُنَاكَ

هٰهُنا

هُنَا

ওখানে

ওখানে

ওখানে

ওখানে

এখানে

এখানে

 

أُولَٰئِكَ  تِلْكَ ، ، ذٰلِكَ  এর كَ কে كِ، كُمْ، كُنَّ  দ্বারা পরিবর্তন হতে পারে। যেমন,

 

ওটা তোমাদের জন্য ভাল

ذٰلِكُمْ خَيْرُ لَّكُمْ

তোমাদের অবিশ্বাসীরা কি তাদের চেয়ে ভালো?

أَكُفَّارُكُمْ خَيْرٌ مِنْ أُوْلٰئِكُمْ؟

তোমাদের ঘড়িটি সুন্দর হে বোনেরা   

تِلْكُنَّ السَّاعَةُ جَمِيْلَةٌ يَا أَخَوَاتُ

তিনি বললেন ওভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন

قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ

 

কুরআনীয় উদাহরণ

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ

ওটাই বিরাট সাফল্য

ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ

এই দুই বাদী বিবাদী, তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে।

هَٰذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ

ওরাই সে সমস্ত লোক, যারা গোমরাহী ক্রয়  করেছে

أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ

দুটি  প্রমাণ তোমার পালনকর্তার থেকে

فَذَانِكَ بُرْهَانَانِ مِن رَّبِّكَ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ