আরবী বর্ণের মধ্যে ১৪ টি বর্ণ এমন যে তাদের পুর্বে  الْ আসলে ل উচ্চারিত না হয়ে ঐ অক্ষরের উপর তাশদিদ হয়। এ ধরণের অক্ষর গুলোকে সুর্যাক্ষর বলে। আর বাকী ১৪ টি বর্ণের ক্ষেত্রে পুর্বের ل  উচ্চারিত হয় যাদেরকে চন্দ্রাক্ষর বলা হয়।

 

اَلْحُرُوفُ الشَّمْسِيَّةُ

সুর্যাক্ষর

اَلْحُرُوفُ الْقَمَرِيَّةُ

চন্দ্রাক্ষর

অর্থ

উচ্চারণ

উদাহরণ

অর্থ

উচ্চারণ

উদাহরণ

ব্যবসায়ী

আত-তাজিরু

ت: اَلتَّاجِرُ

  পিতা

আল-আবু

أ: اَلأَبُ

জুব্বা

আস-সাওবু

ث: اَلثَّوبُ

দরজা

আল-বাবু

ب: اَلْبَابُ

মোরগ

আদ-দিকু

د: اَلدِّيكُ

বাগান

আল-জান্নাতু

ج: اَلْجَنَّةُ

স্বর্ন

আয-যাহাবু

ذ: اَلذَّهَبُ

গাধা

আল-হিমারু

ح: اَلْحِمَارُ

পুরুষ

আর-রজুলু

ر: اَلرَّجُلُ

রুটি

আল-খুবজু

خ: اَلْخُبْزُ

ফুল

আঝ-ঝাহরাতু

ز: اَلزَّهْرَةُ

চোখ

আল-আইনু

ع: اَلْعَيْنُ

মাছ

আস-সামাকু

س: اَلسَّمَكُ

দুপুরের খাবার

আল-গদাউ

غ: اَلْغَدَاءُ

সুর্য

আশ-শামসু

ش: اَلشَّمْسُ

মুখ

আল-ফামু

ف: اَلْفَمُ

বক্ষ

আস-সদরু

ص: اَلصَّدْرُ

চাঁদ

আল-ক্বমারু

ق: اَلْقَمَرُ

অতিথি

আদ-দইফু

ض: اَلضَّيْفُ

কুকুর

আল-কালবু

ك: اَلْكَلْبُ

ছাত্র

আত্ব-ত্বলিবু

ط: اَلطَّالِبُ

  পানি

আল-মাউ

م: الْمَاءُ

  পিঠ

আয-যাহরু

ظ: اَلظَّهْرُ

বালক

আল-ওলাদু

و: اَلْوَلَدُ

গোস্ত

আল-লাহমু

ل: اَللَّحْمُ

বাতাস

আল-হাওয়াউ

هـ: اَلْهَوَاءُ

তাঁরা

আন-নাজমু

ن: اَلنَّجْمُ

হাত

আল-ইয়াদু

يـ: اَلْيَدُ

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ