আরবীতে কিছু সর্বনাম রয়েছে যেগুলো তার পরবর্তীতে যুক্ত হওয়া বাক্য ছাড়া পূর্ণ অর্থ দিতে পারে নাএদেরকে সম্বন্ধকারক  বিশেষ্য (Relative Pronoun)  الاِسْمُ الْمَوْصُولُ বলে। এদের মধ্যে রয়েছে রয়েছে,

 

ذُوْ

أَيَّةٌ

أَيُّ

مَنْ

مَا

الَّذِي

যিনি/যা

(পুরুষ)

কোন

(স্ত্রী)

কোন

(পুরুষ)

(যিনি/যাকে/যার- ব্যক্তির জন্য)

(যা/যাকে/যার- বস্তুর জন্য)

যিনি/যা/যার/যাকে (ব্যক্তি ও বস্তুর জন্য)

 

পরবর্তী বাক্যকে (صِلَةُ الْمَوْصُوْلِ) বলা হয়।

 

صِلَةُ الْمَوْصُوْلِ

الاِسْمُ الْمَوْصُولُ

 

مُدَرِّسٌ

 وَاقِفٌ هُنَا

الَّذِي

الرَّجُلُ

একজন শিক্ষক

এখানে দাঁড়ানো

যিনি

লোকটি

 

 

 

 

مُجْتَهِدٌ

نَجَحَ 

الَّذِي

هَـٰذَا

পরিশ্রমী

পাস করেছে

তিনি যিনি

ইনি

 

 

 

 

 

تَعْبُدُونَ

مَا

لَا أعْبُدُ

 

তোমরা ইবাদত করো

যাকে

আমি ইবাদত করিনা

 

 

 

 

 

جَاهَدَ

مَنْ

نَجَحَ

 

চেষ্টা করেছে

যে

সে পাস করেছে

 

هُوَ قَائِمٌ 

أَيُّهُمْ 

 

 

যে দাড়িয়েছে

তাদের কে

 

 

 

 

 

 

هِيَ قَائِمَةٌ

أَيَّتُهُنَّ

 

 

যে দাড়িয়েছে

তাদের কে

 

 

 

 

 

 

ضَرَبَكَ

ذُوْ

جَاءَ

 

তোমাকে মেরেছে

যে

সে এসেছে

 

লিংগ বচন ভেদে الَّذِي এর রূপ

বহুবচন

দ্বিবচন

একবচন

 

الَّذِيْنَ

যারা/যাদেরকে/যাদের

الَّذَانِ / الَّذَيْنِ

যে দুজন; যে দুজনকে/যে দুজনের

الَّذِي

যে/যাকে/যার

(পুং)

الَّاتِيْ

যারা/যাদেরকে/যাদের

الَّتَانِ / الَّتَيْنِ

যে দুজন; যে দুজনকে/যে দুজনের

الَّتِي

যে/যাকে/যার

(স্ত্রী)

 

মারফু অবস্থায় الَّذَانِ , الَّتَانِ এবং মানসুব বা মাজরুর অবস্থায়  الَّذَيْنِ,  الَّتَيْنِ

 

 

 مَرِيْضَانِ

الَّذَانِ

مَاتَ

 

অসুস্থ

যে দুজন

মৃত্যুবরন করেছে

 

 

 

 

 

رَاسِخُونَ فِي العِلْمِ

الَّذِيْنَ

 رَأَيْتُ

 

জ্ঞানে গভীর

তাদের যারা

আমি দেখেছি

 

 

 

 

كَبيرٌ

أَمَامَ بَيْتِي

الَّتِي

 الحَدِيْقَةُ

বড়

আমার বাড়ির সামনে

সেটা যেটা

বাগানটি

 

কিন্তু অনির্দিষ্ট ইসমের ক্ষেত্রে الاِسْمُ الْمَوْصُولُ দরকার হয় না। যেমনঃ

আমার এক বন্ধু (আছে) যে ভারত থেকে (এসেছে)

لِيْ زَمِيْلٌ مِنَ الهِنْدِ

যে তা বলেছিল সে একজন শিক্ষক হামিদ

حَامِدٌ مُدَرِّسٌ قَالَ ذٰلِكَ

(এটি) একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি

كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ

 

কুরআনীয় উদাহরণঃ 

তিনিই যিনি তাঁর রসূলকে প্রেরণ করেছেন

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ

যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে

الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ

আমাদের রব! আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল, তাদের দুজনকে দেখিয়ে দাও

رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا

তাই দিয়ে জবাব দিন যা উৎকৃষ্ট

ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ

তিনি তা জানেন যা নভোমন্ডল ভূমন্ডলে আছে

يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ

যে সৎকর্ম সম্পাদন করে পুরুষ কিংবা নারীর মধ্য থেকে

مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ

আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ

 

 

 

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ