শব্দের শেষে তানয়ীন থাকলে একবচন (Singular) নির্দেশ করে। যেমন كِتَابٌ একটি বই। حَقِيْبَةٌ একটি ব্যাগ ইত্যাদি। ইসম  مَرْفُوْعٌ অবস্থায় থাকলে তার শেষে  اَنِ যোগ করে এবং  مَنْصُوْبٌ   مَجْرُوْرٌ অবস্থায় থাকলে তার শেষে  يْنِ যোগ করে দ্বিবচন (Dual)  করতে হয়।

مَنْصُوْبٌ  /  مَجْرُوْرٌ

مَرْفُوْعٌ

مَرْفُوْعٌ

كِتَابَيْنِ

كِتَابَانِ

كِتَابٌ

দুটি বইয়ের / দুটি বইকে

দুটি বই

একটি বই

طَالِبَيْنِ

طَالِبَانِ

طَالِبٌ

দুজন ছাত্রকে/দুজন ছাত্রের

দুজন ছাত্র

একজন ছাত্র

طَالِبَتَيْنِ

طَالِبَتَانِ

طَالِبَةٌ

দুজন ছাত্রীকে/দুজন ছাত্রীর

দুজন ছাত্রী

একজন ছাত্রী

خَصْمَينِ

خَصْمَانِ

خَصْمٌ

বিবাদমান দুটি পক্ষের/পক্ষকে

বিবাদমান দুটি পক্ষ

বিবাদী

جَنَّتَينِ

جَنَّتَانِ

جَنَّةٌ

দুটি বাগানের/বাগানকে

দুইটি বাগান

একটি বাগান

قَلْبَيْنِ

قَلْبَانِ

قَلْبٌ

দুটি অন্তরের/অন্তরকে

দুইটি অন্তর

একটি অন্তর

رَجُلَيْنِ

رَجُلَانِ

رَجُلٌ

দুটি লোকের/লোককে

দুইটি লোক

একটি লোক

آيَتَيْنِ

آيَتَانِ

آيَةٌ

দুটি নিদর্শনের/নিদর্শনকে

দুইটি নিদর্শন

একটি নিদর্শন

يَدَيْنِ

يَدَانِ

يَدٌ

দুটি হাতের/হাতকে

দুইটি হাত

একটি হাত

 

কারক

الْمُثَنَّى

الْمُفْرَدُ

مَرْفُوْعٌ

عِنْدِيْ كِتَابَانِ

আমার কাছে দুইটি বই

عِنْدِيْ كِتَابٌ

আমার কাছে একটি বই

مَنْصُوْبٌ

رَأَيْتُ طَالِبَيْنِ

দুজন ছাত্রকে দেখেছিলাম

رَأَيْتُ طَالِبًا

একজন ছাত্রকে দেখেছিলাম

مَجْرُوْرٌ

هٰذَا لِطَالِبَيْنِ

এটা দুজন ছাত্রের জন্য

هٰذَا لِطَالِبٍ

এটা একজন ছাত্রের জন্য

مَرْفُوْعٌ

عِنْدِيْ حَقِيْبَتَانِ

আমার কাছে দুইটি ব্যাগ

عِنْدِيْ حَقِيْبَةٌ

আমার কাছে একটি ব্যাগ

مَنْصُوْبٌ

رَأَيْتُ طَالِبَتَيْنِ

দুজন ছাত্রকে দেখেছিলাম

رَأَيْتُ طَالِبَةً

একজন ছাত্রকে দেখেছিলাম

مَجْرُوْرٌ

هٰذَا لِطَالِبَتَيْنِ

এটা দুজন ছাত্রীর জন্য

هٰذَا لِطَالِبَةٍ

এটা একজন ছাত্রীর জন্য

 

কুরআনীয় উদাহরণ

বিবাদমান দুটি পক্ষ, একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছে

خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍ

দুটি উদ্যান, একটি ডানদিকে, একটি বামদিকে

جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ

আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি

مَّا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِي جَوْفِهِ

তাদের কাছে দুই ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন

وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ

আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি

وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ