প্রশ্ন করার জন্য কিছু ইসম ব্যবহৃত হয়। যেমন,

অর্থ

উদাহরণ

অর্থ

الاسْتِفْهَامُ

তোমার নাম কি?

مَا اسْمُكَ؟

কি?

مَا...؟

তুমি কেমন আছ?

كَيْفَ حَالُكَ؟

কেমন?

كَيْفَ...؟

তুমি কোত্থেকে (এসেছো)?

مِنْ أَيْنَ أَنْتَ؟

কোত্থেকে

مِنْ أَيْنَ...؟

তুমি হাসপাতালে গিয়েছিলে কেন?

لِمَاذَا ذَهَبْتَ إِلَى الْمُسْتَشْفَى؟

কেন?

لِمَاذَا. /لِمَ؟

তুমি কখন বের হয়েছিলে?

مَتَى خَرَجْتَ؟

কখন?

مَتَى...؟

হামিদ কোথায় গেল?

أَيْنَ ذَهَبَ حَامِدٌ؟

কোথায়?

 أَيْنَ...؟

শোবার ঘরে কে?

مَنْ فِي الْغُرْفَةِ؟

কে?

مَنْ...؟

টেবিলটির উপর কি?

مَاذَا عَلَى الْمَكْتَبِ؟

কি?

 مَاذَا...؟

এই কলমটি কার?  

لِمَنْ هٰذَاالْقَلَمُ؟

কার জন্য?

لِمَنْ...؟

তোমার কাছে কয়টি কলম আছে?

كَمْ قَلَمًا عِنْدَكَ؟

কত?

كَمْ....؟

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

عَمَّ يَتَسَاءَلُونَ

কোন ব্যাপারে?

عَمَّ...؟

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

কখন?

أَيَّانَ...؟

তোমার জন্য এটা কোত্থেকে?  

أَنَّىٰ لَكِ هٰذَا

কোথা হতে/ কখন/কিভাবে

أَنَّى...؟

 

উল্লেখ্যঃ বুদ্ধি বিশিষ্ট  প্রানী  যেমন  মানুষ, জিন, ফেরেশতা  এদের ক্ষেত্রে مَنْ  এবং বুদ্ধিহীন প্রানী/বস্তুর ক্ষেত্রে مَا ব্যবহৃত হয়। যেমন,         

ইনি কে?  مَنْ هَـٰذَا؟

এটা কি? مَا هَـٰذَا؟

নি কে? مَنْ ذَلِكَ؟  

ওটা ি? مَا ذَلِكَ؟

 

কুরআনীয় উদাহরণঃ 

আপনি জিজ্ঞেস করুনঃ সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে ?

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً

হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ

তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে?

يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ

জিজ্ঞেস করতেন "মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?

قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا

তিনি বললেন, পরওয়ারদেগার! কেমন করে আমার সন্তান হবে

قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٌ

বললেন, কত কাল এভাবে ছিলে?

قَالَ كَمْ لَبِثْتَ

আজ রাজত্ব কার?

لِّمَنِ الْمُلْكُ الْيَوْمَ

যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে, তারা কোথায়?

أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

কেমন করে তুমি মৃতকে জীবিত করবে?

كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

عَمَّ يَتَسَاءَلُونَ

কখন আসবে আল্লাহর সাহায্যে?

مَتَىٰ نَصْرُ اللَّهِ

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

কে নভোমন্ডল ভূ-মন্ডল সৃষ্টি করেছে

مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ