حَرْفُ وَنَصْبٍ এমন হারফ যা ইসমের পূর্বে বসে তাকে মানসুব করে। এদেরকে الحرُوفُ المشَبَّهَةُ بِالْفِعْلِবলা হয়। এদের মধ্যে রয়েছে,
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন |
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ |
নিশ্চয়ই |
إِنَّ |
শুনেছি নিশ্চয়ই শিক্ষকটি নতুন |
سَمِعْتُ أنَّ الْمُدَرِّسَ جَدِيْدٌ |
নিশ্চয়ই/যে |
أَنَّ |
ইমামটি যেন অসুস্থ |
كَأنَّ الْإمَامَ مَرِيْضٌ |
যেন |
كَأَنَّ |
তবে আল্লাহর আযাব কঠিন |
وَلٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيْدٌ |
তবে |
لٰكِنَّ |
হয়ত ছাত্রটি অসুস্থ |
لَعَلَّ الطَّالِبَ مَرِيْضٌ |
হয়ত (আশংকা) |
لَعَلَّ |
হয়ত আবহাওয়া ভালো |
لَعَلَّ الْجَوَّ جَمِيْلٌ |
হয়ত (আশা) |
لَعَلَّ |
যদি যৌবন ফিরে আসতো! |
لَيْتَ الشَّبَابَ عَائِدٌ |
হায়, যদি! |
لَيْتَ |
কুরআনীয় উদাহরণ
নিশ্চয়ই তোমার শত্রু সেই লেজকাটা |
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ |
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত |
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ |
নিশ্চয় তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন |
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ |
সে মনে করে যে, তার অর্থ তাকে চিরস্থায়ী করবে |
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ |
জেনে রাখো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তি দাতা |
اعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ |
কিন্তু আল্লাহ তাঁর রসূলগণকে প্রাধান্য দেন |
وَلَٰكِنَّ اللَّهَ يُسَلِّطُ رُسُلَهُ |
কিন্তু তাদের অধিকাংশই জানে না |
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ |
হায় আমার আফসোস! যদি মাটি হয়ে যেতাম! |
يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا |
কোর্স বিষয়বস্তু