আরবীতে ইসমগুলো কখনও কর্তৃবাচক কখনও কর্মবাচক আবার কখনও সম্বন্ধবাচক রুপে আসে। এগুলোকে الإِعْرَابُ  বা কারক (Case) দ্বারা আলোচনা করা হয়। যেমন আমাদের পরিচিত কয়েকটি বাক্য লক্ষ্য করি,

مُحَمَّدٌ رَسُولُ اللهِ

اللَّهُ الصَّمَدُ

মুহাম্মাদ() আল্লাহর রসুল

আল্লাহ অমুখাপেক্ষী

آتِ مُحَمَّدًا الْوَسِيْلَةَ

فَاتَّقُوا اللَّهَ

মুহাম্মাদ () কে ওসিলা দান কর

সুতরাং আল্লাহকে ভয় কর

اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

মুহাম্মাদ () এর উপর শান্তি প্রেরন কর

আল্লাহর প্রজ্জলিত আগুন

 

আমরা খেয়াল করি, প্রথম লাইনের বাক্যদ্বয়ে   مُحَمَّدٌ এবং  اللَّهُ  বাক্যের উদ্দেশ্য (مُبْتَدَأٌ /subject) এবং কর্তৃবাচক (Subjective) । একে ইসমের  مَرْفُوْعٌ অবস্থা বলে। বাক্যের উদ্দেশ্য (مُبْتَدَأٌ /subject)، বিধেয় (خَبَرٌ  / predicate) এবং ক্রিয়ার কর্তা (/ فَاعِلٌdoer) ইত্যাদি মারফু হয়। প্রাথমিকভাবে এর লক্ষণ হলো শেষে  পেশ থাকা।

 

দ্বিতীয় লাইনের বাক্যদ্বয়ে   * مُحَمَّدًا এবং  اللَّهَ ক্রিয়ার কর্ম অর্থাৎ কর্মবাচক (Accusative)। একে ইসমের  مَنْصُوْبٌ  অবস্থা বলে। ক্রিয়ার কর্মসংস্লিষ্ট বিষয়গুলো (مَفَاعِلُ/objects of verb)  মানসুব হয়। প্রাথমিকভাবে এর লক্ষণ হলো শেষে যবর থাকা। 

 

তৃতীয় লাইনের বাক্যদ্বয়ে  مُحَمَّدٍ এবং  اللَّهِ সম্বন্ধবাচক (Genitive)। একে ইসমের  مَجْرُوْرٌ অবস্থা বলে। সম্বন্ধসূচক বা সম্পর্কিত শব্দগুলো মাজরুর হয়। প্রাথমিকভাবে এর লক্ষণ হলো শেষে যের থাকা।

 

* শব্দের শেষে দুই যবর হলে একটা অতিরিক্ত আলিফ যোগ হয়। যেমনঃ حَامِدًا   مُحَمَّدًا  شَيْئًا  তবে শেষ ء এর পুর্বে আলিফ থাকলে এবং ة এর ক্ষেত্রে হবে না। যেমনঃ  مَاءً  حَقِيْبَةً  جَنَّةً جَزَاءً

 

আমরা মনে রাখবো,

مُحَمَّدٍ

مُحَمَّدًا

مُحَمَّدٌ

মুহাম্মাদের

মুহাম্মাদকে

মুহাম্মাদ

(مَجْرُوْرٌ)

(مَنْصُوْبٌ)

(مَرْفُوْعٌ)

সম্বন্ধবাচক

কর্মবাচক

কর্তৃবাচক

 

এ ধরনের ইসমগুলো যার শেষ বর্নের হরকত পরিবর্তন হয় তাদেরকে বলা হয়  مُعْرَبٌ  বা পরিবর্তনশীল ইসম। তবে কিছু কিছু ইসমের পরিবর্তন দুইরকম। এরা মারফু অবস্থায় শেষে পেশ আর মানসুব অবস্থায় যবর নেয় কিন্তু মাজরুর অবস্থায় যেরের বদলে যবর নেয়। এদেরকে مَمنُوعٌ مِن الصَّرف”  বলে। এদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যা পরবর্তীতে আলোচনা করা হবে। যেমনঃ  মেয়েদের নামفَاطِمَةُ،  مَرْيَمُ   আবার কিছু ছেলেদের নাম,  أَحْمَدُ , عُمَرُ   ইত্যাদি। এসকল ইসমের শেষে এক পেশ থাকে।

أَحْمَدَ

أَحْمَدَ

أَحْمَدُ

আহমাদের

আহমাদকে

আহমাদ

(مَجْرُوْرٌ)

(مَنْصُوْبٌ)

(مَرْفُوْعٌ)

 

আবার কিছু ইসমের শেষ বর্নের হরকত পরিবর্তন হয় না এদেরকে  “مَبنِيٌّ”  বলে। যেমনঃ هٰذَا  

هٰذَا  

هٰذَا  

هٰذَا  

এটার

এটাকে

এটা

(مَجْرُوْرٌ)

(مَنْصُوْبٌ)

(مَرْفُوْعٌ)

 

ইরাব সম্পর্কিত বিস্তারিত আলোচনা পরবর্তীতে আসবে ইনশা আল্লাহ।

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ