কোন কিছুর নির্দিষ্ট নামকে اِسْمُ العَلَمِ বলে যেমন زَيْدٌ، بِلَالٌ، مَرْيَمُ  ইত্যাদি। এর মধ্যে রয়েছে ব্যক্তিবাচক নাম, স্থানের নাম, জাতির নাম ইত্যাদি। ইংরেজীতে এদেরকে আমরা বলি Proper Noun.

 

মিসর

مِصْرُ

আদম (আ)

آدَمُ

কুরাইশ

قُرَيْشٌ

জিবরাইল

جِبْرِيلُ

ইরাম জাতির নাম

إرَمُ

লুত (আ)

لُوْطٌ

মদীনার পূর্বনাম

يَثْرِبُ

মক্কা নগরী

مَكَّةُ

 

কোন কিছুর জাতিবাচক নামকে বলা হয়  اِسْمُ الجِنْسِ । ইংরেজীতে বলা হয় Common noun যেমন,

উট

إبِلٌ

সম্প্রদায়

أُمَّةٌ  

গাভী

بَقَرٌ

জাতি

قَوْمٌ

বই  

كِتَابٌ

একজন মানুষ

اِنْسَانٌ

কলম

قَلَمٌ

মানুষ

نَاسٌ

পানি

مَاءٌ

পুরুষ

ذَكَرٌ

বাড়ি

بَيْتٌ

মহিলা

أُنْثَى 

 

আমরা যদি বাংলা ও ইংরেজীর সাথে তুলনা করি তাহলে ঠিক কোনগুলোকে আমরা ইসম বলছি তা বুঝতে সহজ হবে।

اِسْمٌ

مُحَمَّدٌ بَشَرٌ

মুহাম্মাদ মানুষ

বিশেষ্য

Muhammad, Man

Noun

هُوَ، نَحْنُ، هٰذَا

সে, আমরা, এই

সর্বনাম

He, we, this

Pronoun

طَيِّبٌ، جَدِيدٌ

ভালো, নতুন

বিশেষণ

Good, New

Adjective

عَاجِلًا، أسَاءَ

দ্রুত, খারাপভাবে

ক্রিয়া বিশেষণ

Quickly, badly

Adverb

 

আরবীতে একটা ইসমের সাথে বেশ কিছু বিষয় জড়িত। যেমন লিংঙ্গ Gender বা جِنْسٌ, বচন Number বা عَدَدٌ, কারক Case বা  إعْرَابٌ,  নির্দিষ্টতা Definiteness বা تَعَرُّفٌ  ইত্যাদি। যেমন আমরা  مُسْلِمٌ  ইসমটি লক্ষ্য করি।

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ