ক্রিয়া থেকে উদ্ভুত কাজের নামকে اَلْمَصْدَر  বা ক্রিয়া বিশেষ্য বলে। ইংরেজীতে Verbal Noun বলা হয়। যেমনنَصَرَ  একটা ক্রিয়া অর্থসে সাহায্য করল”। আর এর থেকে উদ্ভুত মাসদার বা ক্রিয়া বিশেষ্যنَصْـرٌ  অর্থসাহায্য করা”। এর সাথে ক্রিয়ার কর্তা বা কালের কোন সম্পর্ক থাকে না।

 

তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলোর মাসদারের নির্দিষ্ট কোন গঠন নাই বরং বিভিন্ন রকম হতে পারেআমরা যখন কোন ক্রিয়া শিখব তখন তার মাসদারগুলো ডিকশনারি থেকে দেখে নেব। এখানে তিন অক্ষর বিশিষ্ট কিছু ক্রিয়ার الْمَصْدَرُ  উল্লেখ করা হলো,

 

অর্থ

المَصْدَرُ

অর্থ

ক্রিয়া

গঠন

হত্যা করা

قَتْلٌ

সে হত্যা করলো

قَتَلَ

 

 

 

 

فَعْلٌ

 

 

 

 

 

 

فَعْلٌ

পরিত্যাগ করা

تَرْكٌ

সে পরিত্যাগ করলো

تَرَكَ

ভংগ করা

نَقْضٌ

সে ভংগ করলো

نَقَضَ

লক্ষ্য করা

نَظْرٌ

সে লক্ষ্য করলো

نَظَرَ

অধ্যায়ন করা  

دَرْسٌ

সে অধ্যায়ন করলো

دَرَسَ

কথা বলা

قَوْلٌ

সে কথা বললো

قَالَ

নিষেধ করা

نهْيٌ

সে নিষেধ করলো

نَهَى

যুদ্ধ করা

غَزْوٌ

সে যুদ্ধ করলো

غَزَا

বুঝা

فَهْمٌ

সে বুঝলো

فَهِمَ

খোলা 

فَتْحٌ

সে খুললো 

فَتَحَ

প্রশংসা করা

حَمْدٌ

সে প্রশংসা করলো

حَمِدَ

প্রহার করা

ضَرْبٌ

সে প্রহার করলো

ضَرَبَ

অংশীদার করা

شِرْكٌ

সে অংশীদার করলো

شَرَكَ

 

 

 

فِعْلٌ

অহংকার করা  

كِبْرٌ

সে অহংকার করলো

كَبَرَ

স্মরণ করা

ذِكْرٌ

সে স্মরণ করলো

ذَكَرَ

মিথ্যা বলা

كِذْبٌ

সে মিথ্যা বললো

كَذَبَ

সংরক্ষণ করা

حِفْظٌ

সে সংরক্ষণ করলো

حَفِظَ

পান করা

شُرْبٌ

সে পান করলো

شَرِبَ

 

 

 

فُعْلٌ

অস্বীকার করা

كُفْرٌ

সে অস্বীকার করলো

كَفَرَ

বিচার করা

حُكْمٌ

সে বিচার করলো

حَكَمَ

কৃতজ্ঞ হওয়া

شُكْرٌ

সে কৃতজ্ঞ করলো

شَكَرَ

আচ্ছাদন করা

غُلْفٌ

সে আচ্ছাদন করলো

غَلَفَ

কৃপণতা করা

قَتَرٌ

সে কৃপণতা করলো

قَتَرَ

 

 

 

فَعَلٌ

কষ্ট হওয়া

كَبَدٌ

সে কষ্ট করলো

كَبَدَ

লোভ করা

طَمَعٌ

সে লোভ করলো

طَمَعَ

অন্বেষণ করা

طَلَبٌ

সে অন্বেষণ করলো

طَلَبَ

খুশি হওয়া

فَرَحٌ

সে খুশি হলো

فَرِحَ

মিথ্যা বলা

كَذِبٌ

সে মিথ্যা বললো

كَذَبَ

 

فَعِلٌ

খেলা করা

لَعِبٌ

সে খেলা করলো

لَعِبَ

শপথ করা

حَلِفٌ

সে শপথ করলো

حَلَفَ

বড় হওয়া

كِبَرٌ

সে বড় হলো

كَبُرَ

 

 

فِعَلٌ

বিশাল হওয়া

عِظَمٌ

সে বিশাল হলো

عَظُمَ

ছোট হওয়া

صِغَرٌ

সে ছোট হলো

صَغُرَ

সন্তুষ্টি হওয়া

رِضىً

সে সন্তুষ্ট হলো

رَضِيَ

নির্দেশনা দেওয়া

هُدًى

সে নির্দেশনা পেলো

هَدَى

 

فُعَلٌ

প্রবাহ হওয়া

سُرىً

সে প্রবাহিত হলো

سَرَى

বের হওয়া

خُرُوْجٌ

সে বের হলো

خَرَجَ

 

فُعُوْلٌ

 

 

বসা

قُعُوْدٌ

সে বসলো

قَعَدَ

পৌছে দেওয়া

بُلُوْغٌ

সে পৌছে গেলো

بَلَغَ

প্রবেশ করা

دُخُوْلٌ

সে প্রবেশ করলো

دَخَلَ

সিজদাহ করা

سُجُودٌ

সে সিজদাহ করলো

سَجَدَ

গ্রহণ করা

قَبُولٌ

সে গ্রহণ করলো

قَبِلَ

فَعُولٌ

বিশৃঙ্খলা করা

فَسَادٌ

সে বিশৃঙ্খলা করলো

فَسَدَ

 

 

 

فَعَالٌ

যাওয়া

ذَهَابٌ

সে গেলো

ذَهَبَ

খালি হওয়া

فَرَاغٌ

সে খালি হলো

فَرَغَ

সফল হওয়া

نَجَاحٌ

সে সফল হলো

نَجَحَ

ভালো হওয়া

صَلاَحٌ

সে ভালো হলো

صَلَحَ

প্রশ্ন করা

سُؤَالٌ

সে প্রশ্ন করলো

سَأَلَ

 

فُعَالٌ

আহ্বান করা

دُعَاءٌ

সে আহ্বান করলো

دَعَا

বিতর্ক করা

خِصَامٌ

সে বিতর্ক করলো

خَصَمَ

 

 

 

فِعَالٌ

দাঁড়ানো

قِيَامٌ

সে দাঁড়ালো

قَامَ

বিবাহ করা

نِكَاحٌ

সে বিবাহ করলো

نَكَحَ

বিরত থাকা

صِيَامٌ

সে বিরত থাকলো

صَامَ

প্রত্যাবর্তন করা

إِيَابٌ

সে প্রত্যাবর্তন করলো

آبَ

তাওবা করা

تَوْبَةٌ

সে তাওবা করলো

تَابَ

 

 

فَعْلَةٌ

করুনা করা

رَحْمَةٌ

সে করুনা করলো

رَحِمَ

অনেক হওয়া

كَثْرَةٌ

সে অনেক হলো

كَثُرَ

প্রত্যাবর্তন করা

حَيْرَةٌ

সে প্রত্যাবর্তন করলো

حَارَ

বিজয়ী হওয়া

غَلَبَةٌ

সে বিজয়ী হলো

غَلَبَ

ডাকা

دَعْوَى

সে ডাকলো

دَعَا

 

فَعْلَى

অভিযোগ করা

شَكْوَى

সে অভিযোগ করলো

شَكَا

স্মরণ করা

ذِكْرَى

সে স্মরণ করলো

ذَكَرَ

فِعلَي

প্রত্যাবর্তন করা

رُجْعَى

সে প্রত্যাবর্তন করলো

رَجَعَ

فُعْلَى

ভুলে যাওয়া

نِسْيَانٌ

সে ভুলে গেলো

نَسِيَ

فِعْلانٌ

সন্তুষ্ট হওয়া

رِضْوانٌ

সে সন্তুষ্ট হলো

رَضِيَ

ক্ষমা করা

غُفْرَانٌ

সে ক্ষমা করলো

غَفَرَ

فُعْلانٌ

লেখা

كِتَابَةٌ

সে লিখলো

كَتَبَ

 

 

فِعَالةٌ

 

পাঠ করা

قِرَاءَةٌ

সে পাঠ করলো

قَرَأَ

দাসত্ব করা

عِبَادَةٌ

সে দাসত্ব করলো

عَبَدَ

পাঠ করা

تِلاَوَةٌ

সে পাঠ করলো

تَلاَ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ