যখন একটা اِسْمٌ বা বাক্য অন্য কোন اِسْمٌ এর দোষ-গুন বর্ণনা করে তখন তাকে نَعْتٌ (Adjective) বলে। যার গুণ বর্ণনা করা হয় তাকে مَنْعُوتٌ বলে। نَعْتٌ ও مَنْعُوتٌ এর মধ্যে চারটি বিষয়ে মিল থাকতে হবে,
১. লিঙ্গ الْمُذَكَّرُ / الْمُؤَنَّثُ
বাংলা অর্থ |
نَعْتٌ |
مَنْعُوتٌ |
|
সে একজন মেধাবী ছাত্র |
ذَكِيٌّ |
طَالِبٌ |
هُوَ |
সে একজন মেধাবী ছাত্রী |
ذَكِيَّةٌ |
طَالِبَةٌ |
هِيَ |
২. এর সমাপ্তি مَنْصُوْبٌ / مَجْرُوْرٌ / مَرْفُوْعٌ
বাংলা অর্থ |
نَعْتٌ |
مَنْعُوتٌ |
|
কলমটি ছোট ব্যাগটির মধ্যে |
الصَّغِيرَةِ |
فِي الْحَقِيبَةِ |
الْقَلَمُ |
ইনি একজন নতুন শিক্ষক |
جَدِيدٌ |
مُدَرِّسٌ |
هَـٰذَا |
আমি একজন মেধাবী ছাত্রকে দেখেছি |
ذَكِيًا |
طَالِبًا |
رَأيتُ |
৩. এর নির্দিষ্টতা مَعْرِفَةٌ / نَكِرَةٌ
বাংলা অর্থ |
نَعْتٌ |
مَنْعُوتٌ |
|
নতুন শিক্ষকটি লম্বা |
طَوِيْلٌ |
الجَدِيْدُ |
الْمُدَرِّسُ |
৪. বচন الْمُفْرَدُ / التَّثْنِيَّةُ / الجَمْعُ
বাংলা অর্থ |
نَعْتٌ |
مَنْعُوتٌ |
|
সে একজন নতুন ছাত্র |
جَدِيْدٌ |
طَالِبٌ |
هُوَ |
তারা দুজন নতুন ছাত্র |
جَدِيْدَانِ |
طَالِبانِ |
هُمَا |
তারা নতুন ছাত্র |
جُدُدٌ |
طُلَّابٌ |
هُمْ |
نَعْتٌ এর পরপরই مَنْعُوْتٌ নাও আসতে পারে। যেমনঃ بَيْتُ اللهِ الحَرَامُ আল্লাহর পবিত্র ঘর। এখানে
الحَرَامُ হল نَعْتٌ এবং بَيْتُ হল مَنْعُوْتٌ ।
[বিশেষ নোটঃ নাত হতে হলে সেটা গুনবাচক হতে হবে। যেমন الاِسْمُ الجِنْسُ হবে না । কারণ الجِنْسُ যদিও ইসম কিন্তু গুনবাচক নয়। তখন ইসমের গুন নিতে হবে। যেমনঃ الاِسْمُ الجِنْسِيُّ হবে।]
ইসমুল ইশারাগুলো অনেক সময় নামবাচক বিশেষ্য বা মুদাফ ইলাইহির পরে নাত হিসাবে আসে। যেমন,
কোন ইব্রাহীম ইনি? |
مَنْ إِبْرَحِيمُ هٰذَا؟ |
প্রধান শিক্ষকের এই গাড়িটি সুন্দর |
سَيَّارَةُ الْمُدِيْرِ هٰذِهِ جَمِيْلَةٌ |
তোমার এই ঘড়িটা আমাকে দেখাও |
أَرِنِيْ سَاعَتَكَ هٰذِهِ |
আমার এই বইটি ধরো |
خُذْ كِتَابِيْ هٰذَا |
কুরআনীয় উদাহরণঃ
আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি |
وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ |
সে তোমাদের প্রকাশ্য শত্রু |
إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ |
করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম |
سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ |
নিশ্চয়ই তোমার রব তিনি হলেন পরম দয়ালু |
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ |
আমাদেরকে সরল পথ দেখাও, |
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ |
উজ্জ্বল নক্ষত্র |
النَّجْمُ الثَّاقِبُ |
সে সুখী জীবনযাপন করবে |
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ |
বরং সেটা এক মহান কোরআন |
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ |
আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য |
ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ |
কোর্স বিষয়বস্তু