আরবীতে শব্দ বা পদকে বলা হয় كَلِمَةٌ । শব্দ তিন প্রকারের। اِسْمٌ বা নামপদ (Noun), حَرْفٌ বা অব্যয়পদ (Particle), এবং فِعْلٌ বা ক্রিয়াপদ (Verb)।
اِسْمٌ বা নামপদগুলো যেমন, বিভিন্ন নাম (Name), সর্বনাম (Pronoun), প্রশ্নবোধক শব্দ (Interrogative), স্থান ও কালবাচক শব্দ (Adverb of place and time) ইত্যাদি।
اِسْمُ |
||
উদাহরণ |
বাংলা নাম |
আরবি নাম |
الله، مَرْيَمُ، زَيْدٌ |
ব্যক্তি, বস্তু, স্থান, সময়ের নাম |
اِسْمُ العَلَمِ |
رَبٌّ، نَاسٌ، جَبَلٌ، قَلَمٌ |
জাতীবাচক নাম |
اِسْمُ الْجِنْسِ |
هُوَ، هُمْ، كَ، كُمْ، |
সর্বনাম |
الضَّمِيْرُ |
هَٰذَا، هٰذِهِ، ذَٰلِكَ، أُولَٰئِكَ |
ইশারাবাচক বিশেষ্য |
اِسْمُ الإِشَارَةِ |
الَّذِي ، الَّذِينَ |
সম্বন্ধসূচক বিশেষ্য |
الاِسْمُ الْمَوْصُولُ |
حَرْفٌ বা অব্যয় পদগুলো কয়েক প্রকার যেমন, পদান্বয়ী অব্যয় (Prepositions), সংযোজক অব্যয় (Conjunctions), প্রশ্নবোধক অব্যয় (Interrogations), আশ্চর্যবোধক অব্যয় (Exclamations) ইত্যাদি।
حَرْفٌ |
||
উদাহরণ |
বাংলা নাম |
আরবি নাম |
بِ، لِ، مِنْ، فِي، إِلَىٰ ، عَنْ، عَلَى |
যের দানকারী অব্যয় |
حَرْفُ الْجرِّ |
إِنَّ، أَنَّ، لَعَلَّ، لَيْتَ، كَأنَّ، فَ |
যবরদানকারী অব্যয় |
حَرْفُ النَّصْبِ |
فَ، لَا، وَ، ثُمَّ |
সংযোজক অব্যয় |
حَرْفُ العَطْفِ |
সম্বোধনের অব্যয় |
حَرْفُ النِّدَاءِ |
|
مَا، لا ، لَمْ ، لَنْ |
না বাচক অব্যয় |
حَرْفُ النَّفِيْ |
فِعْلٌ বা ক্রিয়াপদগুলো কয়েকরকম হয়, যেমনঃ কাল অনুযায়ী অতীত (Past) এবং বর্তমান বা ভবিষ্যৎ (Present and future) কালের ক্রিয়া। অনুজ্ঞাবাচক যেমন আদেশ নিষেধ (Imperative) । বাচ্য অনুযায়ী কর্তৃবাচক (Active verb) ও কর্মবাচক ক্রিয়া (Passive verb) ইত্যাদি।
فِعْلٌ |
||
উদাহরণ |
বাংলা নাম |
আরবি নাম |
رَحِمَ ، نَصَرَ، خَلَقَ، قَتَلَ، قَرَأَ |
অতীত কাল |
الفِعْلُ الْمَاضِيْ |
يَرْحَمُ، يَنْصُرُ، يَخْلُقُ، يَقْتُلُ، |
বর্তমান কাল |
الفِعْلُ الْمُضَارِعُ |
اِرْحَمْ، ، اُنْصُرْ، اُخْلُقْ، اِقْرَأْ، |
আদেশ |
فِعْلُ الأَمرِ |
لَا تَنْصُرْ، لَا تَذْهَبْ، لَا تَقْتُلْ، |
নিষেধ |
النَّهِي |
يُوْلَدُ ، قُتِلَ، نُصِرَ, خُلِقَ |
কর্মবাচ্য ক্রিয়া |
الفِعْلُ الْمَجْهُولُ |
কোর্স বিষয়বস্তু