১) যেহেতু মাসদারগুলো ইসম সেহেতু তা اَلْ অথবা তানভীন বিশিষ্ট হয়।
প্রবেশ নিষেধ। |
اَلدُّخُوْلُ مَمْنُوْعٌ |
হামিদ বের হল শিক্ষকটির বের হওয়ার পুর্বে |
خَرَجَ حَامِدٌ قَبْلَ خُرُوْجِ الْمُدَرِّسِ |
২) মাসদারগুলো পুরুষ/স্ত্রী বাচক উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ |
طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ |
ফিতনা হত্যার চেয়েও জঘন্য |
تَرْكُ الصَّلَاةِ كُفْرٌ |
৩) মাসদারগুলো সাধারণত সিফাত বা নাত হয় না। সেক্ষেত্রে এর গুনবাচক শব্দ অর্থাৎ مَنْسُوْبٌ নিতে হবে। যেমন الْمَدْرَسَةُ الاِسْلَامُ হবে না। কারণ الاِسْلَامُ ক্রিয়া বিশেষ্য বা মাসদার ইসম হলেও গুনবাচক নয়। সেক্ষেত্রে এটা الْمَدْرَسَةُ الاِسْلَامِيَّةُ হবে। সাধারনত نَعْتٌ হয় ইসম ফায়িল, ইসম মাফুল, ইসম মুবালাগাহ, সিফাতুল মুশাব্বাহা, ইসমুত তাফদিল ইত্যাদি। এগুলোর আলোচনা সামনে আসছে।
৪) الْمَصْدَرُ গুলো অনেক সময় ক্রিয়ার অর্থে আসে এবং ক্রিয়ার মত আচরণ করে যেমন তার কর্তা ও ক্রিয়া থাকে। যেমন,
জায়েদ খালেদকে কঠোরভাবে মেরেছে |
ضَرْبُ زَيْدٍ خَالِدًا شَدِيْدٌ |
আমি আশ্চর্য হয়েছি সে যায়েদকে মেরেছে |
عَجِبْتُ مِنْ ضَرْبٍ زَيدًا |
আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন |
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم |
কুরানীয় উদাহরণঃ
তোমরা আল্লাহ তা’আলার কাছে তওবা কর-আন্তরিক তওবা |
تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا |
অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদুদ্ধ করল |
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ |
নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায় |
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ |
তারা বলে, আমাদের হৃদয় অর্ধাবৃত। |
وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ |
এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল |
وَجَاءُوا عَلَىٰ قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ |
পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য |
هُدًى لِّلْمُتَّقِينَ |
এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন। |
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ |
আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম |
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ |
পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানীর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। |
وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ |
আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত |
وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ |
আমি তা অপসারণও করতে সক্ষম |
وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ |
সম্পর্কচ্ছেদ করা হল আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে |
بَرَاءَةٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ |
আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন |
وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ |
বলুনঃ হে আমার রব! আমাকে দাখিল করুন সত্যরূপে |
وَقُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ |
কোর্স বিষয়বস্তু