দুটি اِسْمٌ  এর মধ্যে সম্পর্ক (Relation) হলে সম্পর্কিত ইসমটিকে مُضَافٌ  এবং যার সাথে সম্পর্কিত হয় তাকে مُضَافٌ إِلَيْهِ বলা হয়। مُضَافٌ এবং مُضَافٌ إِلَيْهِ সর্বদা পরপর আসে। مُضَافٌ কখনো ال এবং তানয়ীন বিশিষ্ট হয় না এবং مُضَافٌ إِلَيْهِ সর্বদাمَجْرُوْرٌ    হবে। আমরা কিছু উদাহরণ দেখি,

 

বাংলা অর্থ

مُضَافٌ إِلَيْهِ

مُضَافٌ

শব্দের সম্পর্ক

হামিদের কলম

حَامِدٍ

قَلَمُ

قَلَمٌ + حَامِدٌ

একজন ব্যবসায়ীর বাড়ি

تَاجِرٍ

بَيْتُ

بَيْتٌ + تَاجِرٌ

ব্যবসায়ীটির বাড়ি

التَّاجِرِ

بَيْتُ

بَيْتٌ + التَّاجِرُ

মানবজাতির প্রতিপালক

النَّاسِ

رَبُّ

رَبٌّ + النَّاسُ

আল্লাহর ঘর

اللهِ

بَيْتُ

بَيْتٌ + اللهُ

শিক্ষকটির নাম

الْمُدَرِّسِ

اِسْمُ

اِسْمٌ + الْمُدَرِّسُ

জান্নাতটির দরজা

الجَنَّةِ

بَابُ

بَابٌ + الجَنَّةُ

গাছটির পাতা

الشَّجَرَةِ

وَرَقَةُ

وَرَقَةٌ + الشَّجَرَةُ

অদৃশ্যের জ্ঞানী

الغَيْبِ

عَالِمُ

عَالِمٌ + الغَيْبُ

 

একটা ইসমে সাধারণত تَنْوِيْنٌ  থাকলে অনির্দিষ্ট এবং ال  থাকলে নির্দিষ্ট। কিন্তু খেয়াল করেছেন যে মুদাফে ‘আল’ এবং ‘তানয়ীন’ কোনটাই নাই। তাহলে সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট বুঝবো কিভাবে? মূলত مُضَافٌ এর নির্দিষ্টতা  নির্ভর করে مُضَافٌ إِلَيْهِ এর নির্দিষ্টতার উপর। مُضَافٌ إِلَيْهِ নির্দিষ্ট হলে  مُضَافٌনির্দিষ্টযেমন প্রথম লাইনে قَلَمُ নির্দিষ্ট যেহেতু হামিদ নির্দিষ্ট কিন্তু দ্বিতীয় লাইনে بَيْتُ অনির্দিষ্ট কারন ব্যবসায়ী অনির্দিষ্ট।  তবে এখানে মনে রাখা দরকার যে অনেক সময় রুপকভাবে অর্থগত দিক দিয়ে দুটি ইসমের ইদাফা হতে পারে। সেক্ষেত্রে মুদাফে ال হবে। যেমন, الْمُقِيْمِي الصَّلاَةِ

  

দ্বিবচন আর সুগঠিত বহুবচন মুদাফ হিসেবে আসলে শেষেরن  উঠে যায়যেমন,

বেলালের দুই কন্যা কোথায়?

أَيْنَ بِنْتَا بِلَالٍ؟        

بِنْتَانِ

বেলালের দুই কন্যাকে  দেখেছিলাম

رَأَيْتُ بِنْتَيْ بِلَالٍ    

بِنْتَيْنِ

বেলালের দুই কন্যাদের খুঁজছি

أَبْحَثُ عَنْ بِنْتَيْ بِلَالٍ

بِنْتَيْنِ

মাদ্রাসার শিক্ষকগণ কোথায়?

أَيْنَ مُدَرِّسُو الْمَدْرَسَةِ؟        

مُدَرِّسُونَ

মাদ্রাসার শিক্ষকগণকে দেখেছিলাম

رَأَيْتُ مُدَرِّسِي الْمَدْرَسَةِ       

مُدَرِّسِيْنَ

এটা মাদ্রাসার শিক্ষকগনের   জন্য

هٰذَا لِمُدَرِّسِي الْمَدْرَسَةِ       

مُدَرِّسِيْنَ

 

কুরআনীয় উদাহরণ

কদরের রাত  এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

আর মন্দের প্রতিফল মন্দই

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ

সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ

বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

তুমি কি দেখনি তোমার রব হস্তীবাহিনীর সাথে কেমন করেছেন

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ