ক্রিয়া থেকে উদ্ভুত أَفْعَلُ গঠনের ইসমগুলোকে اِسْمُ التَّفْضِيْلِ বলে। যেমনঃ أَكْبَرُ ، أَحْسَنُ ، أَطْوَلُ ইত্যাদি। তুলনার্থে এই ইসমগুলো ব্যবহৃত হয়। যেমন,
বেলাল হামিদের থেকে ভালো |
بِلَالٌ أَحْسَنُ مِنْ حَامِدٍ |
আয়িশা আমিনার চেয়ে ভালো |
عَائِشَةُ أَحْسَنُ مِنْ آمِنَةَ |
তারা তোমাদের থেকে ভালো |
هُمْ أَفْضَلُ مِنْكُمْ |
যাকে তুলনা করা হয় তাকে বলা হয় مُفَضَّلٌ আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় مُفَضَّلٌ عَلَيْهِ । যেমন উপরের বাক্যটিতে বেলাল হল مُفَضَّلٌ এবং হামিদ হলো مُفَضَّلٌ عَلَيْهِ
কোর্স বিষয়বস্তু