আরবীতে প্রত্যেকটা  اِسْمٌ  হয়  الْمُذَكَّرُ  পুরুষবাচক (Male)  অথবা  الْمُؤَنَّثُ  স্ত্রীবাচক (Female) ধরা হয়।  ক্লীব লিঙ্গ বলে কিছু নাই। স্ত্রীবাচক শব্দ কয়েকভাবে হতে পারে,

 

. স্ত্রীবাচক নামঃ

سُعَادُ

زَيْنَبُ

مَرْيَمُ

সুয়াদু

যায়নাবু

মারয়ামু

 

. স্ত্রীবাচক সম্পর্কঃ

بِنْتٌ

أُخْتٌ

عَرُوْسٌ

أُمٌّ

কন্যা

বোন

বধূ

মা

 

. দেহের যে অঙ্গসমুহ দুটো করে আছেঃ

عَيْنٌ

يَدٌ

أُذُنٌ

رِجْلٌ

চোখ

হাত

কান

পা

 

. শেষে তা التَّاءُ مَرْبُوْطَةُ বিশিষ্টঃ

زَوجَةٌ

دَرَّاجَةٌ

بَقَرَةٌ

حَقِيْبَةٌ

قَرْيَةٌ

স্ত্রী

সাইকেল

গাভী

ব্যাগ

গ্রাম

 

أُمَّةٌ

زِلَّةٌ

جَنَّةٌ

زَكَاةٌ

صَلاَةٌ

জাতি

লাঞ্চনা

বাগান

যাকাত

সালাত

 

কিছু শব্দে শেষে ة থাকলেও স্ত্রীবাচক নয়যেমন خَلِيْفَةٌ  عَلَّامَةٌ , 

. শেষে  الأَلِفُ الْمَقْصُوْرَةُ বিশিষ্টঃ

كُبْرَى

سَلْمَى

  لَيْلَى

بُشْرَى

حُبْلَى

دُنْيَا

عَطْشَى

বড় (মহিলা)

সালমা

লায়লা

সুসংবাদ

গর্ভবতী

নিকটবর্তী

পিপাশার্ত

 

কিছু শব্দে শেষে ى থাকলেও স্ত্রীবাচক নয় যেমনঃ   مَعْنَى،  أعْلَى، أَعْمَى، يَتَمَى ইত্যাদি    

 

. শেষে الأَلِفُ الْمَمْدُوْدَةُ বিশিষ্টঃ  اء

حَسْنَاءُ

خَضْرَاءُ

حَمْرَاءُ

سَمَاءٌ

সুন্দরী নারী

সবুজ

লাল

আকাশ

 

কিছু শব্দে শেষে اء থাকলেও স্ত্রীবাচক নয়যেমন شُهَدَاءُ ،  فُقَرَاءُ ،  عُلَمَاءُ 

 

. পুরুষবাচক শব্দের শেষে ة যোগ করে

طَبِيْبَهٌ

اِبْنَةٌ

  لَيْلَةٌ

مُسْلِمَةٌ

جَدِيْدَةٌ

ডাক্তারনী

কন্যা

রাত

মুসলিমাহ

নতুন

 

. আগুনের কিছু নাম

جَهَنَّمُ

نَارٌ

سَعِيْرٌ

جَحِيْمٌ

سَقَرٌ

জাহান্নাম

আগুন

সায়ির

জাহিম

সাকার

 

. বাতাসের কিছু নাম

رِيْحٌ

سَمُوْمٌ

صَرْصَرٌ

عَاصِفٌ

বাতাস

ঘুর্ণি ঝড়

হিমবাহ

ঝড়ো বাতাস

 

১০. কিছু দৈনন্দিন শব্দ দেশ , শহর বা গোত্রের নাম

خَمْرٌ

دَارٌ

طَرِيْقٌ

نَفْسٌ

أَرْضٌ

মদ

বাড়ি

পথ

সত্তা

মাটি

 

 

 

 

 

شَمْسٌ

حَرْبٌ

مِصْرُ

دِمَشْقُ

قُرَيْشٌ

সূর্য

যুদ্ধ

মিশর

দামেস্ক

কোরাইশ

 

কিছু শব্দ স্ত্রী পুরুষ উভয় হিসেবে ব্যবহৃত হয়, যেমনঃ

سُوْقٌ

حَالٌ

رُوْحٌ

نَفْسٌ

بَلَدٌ

طَرِيْقٌ

إِصبَعٌ

বাজার

অবস্থা

রূহ

আত্মা

দেশ

পথ

আঙ্গুল

 

স্ত্রীবাচক শব্দগুলো আবার দুই প্রকার।

১) আক্ষরিকভাবে স্ত্রীবাচক যাদের বিপরীতে পুরুষবাচক প্রানী আছে। এদেরকে বলা হয়  حَقِيْقِي যেমন   اٌمٌّ , دَجَاجَةٌ , إِمْرَأَةٌ , بِنْتٌ

২) আক্ষরিকভাবে স্ত্রীবাচক নয় অর্থাৎ যাদের বিপরীতে পুরুষবাচক প্রানী নাই। এদেরকে বলা হয় : غَيْرُ حَقِيْقِيّ  যেমন,    مِروَحَةٌ , شَمْسٌ , أَرْضٌ ,

سَمَاءٌ , قِدْرٌ , قَوْسٌ، جَنَّةٌ، حَقِيبَةٌ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ