কিছু হারফ তার পরবর্তী اِسْمٌ  কে মাজরুর করে। এদেরকে বলে   حَرْفُ الجَرِّযেমন,  الْبَيْتُ  ঘরটি  কিন্তু এর পুর্বে হারফ জার فِي বসালে হবে فِي الْبَيْتِ ঘরের মধ্যে।

এরকম কিছু বহুল ব্যবহৃত  حَرْفُ جَرٍّহলঃ

মুহাম্মাদের উপর

عَلَى مُحَمَّدٍ

উপরে

عَلَى

শয়তান থেকে 

مِنَ الشَّيْطَانِ

থেকে

مِنْ

মসজিদের দিকে

إِلَى الْمَسْجِدِ

দিকে

إِلَى

আল্লাহর নামের সাথে

بِسْمِ اللهِ

সাথে/দ্বারা

بِ

আল্লাহর জন্য

لِلَّهِ

জন্য

لِ

খড়কুটোর মত

كَعَصْفٍ

মত

كَ

আল্লাহর কসম

وَاللهِ

শপথের জন্য

وَ

আল্লাহর কসম

تَاللهِ

শপথের জন্য

تَ

উদয় পর্যন্ত

حَتَّى مَطْلَعٍ

পর্যন্ত

حَتَّى

আব্বাস হতে

عَنْ عَبَّاسٍ

হতে/সম্বন্ধে

عَنْ

 

কুরআনীয় উদাহরণ

 

মানুষের অন্তরের মধ্যে

فِي صُدُورِ النَّاسِ

যা হৃদয় পর্যন্ত পৌছবে

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

জ্বিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

তার অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন

مِن شَرِّ مَا خَلَقَ

একজন রসূল আল্লাহর পক্ষ থেকে

رَسُولٌ مِّنَ اللَّهِ

পরম করুনাময় আল্লাহর নামে

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত তৃণসদৃশ

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

সেটা ফজরের উদয় পর্যন্ত

هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ

শপথ ডুমুর যয়তুনের

وَالتِّينِ وَالزَّيْتُونِ

তারা বলল আল্লাহর কসম  তোমরা অবশ্যই জান

قَالُوا تَاللَّهِ لَقَدْ عَلِمْتُم

ডানদিক থেকে বামদিক থেকে

عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ

বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়

كَالْفَرَ‌اشِ الْمَبْثُوثِ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ