অর্থের আধিক্য বা তীব্রতা বোঝাতে কিছু গঠন আছে তাদেরকে الاِسْمُ الْمُبَالَغَةُ  বলে। ইসমুল মুবালাগাহ সকর্মক ও অকর্মক উভয় ধরনের ক্রিয়া থেকেই আসে। যেমন,

 

অর্থ

الاِسْمُ الْمُبَالَغَةُ

 

ক্রিয়া

 

অত্যন্ত ক্ষমাশীল

غَفَّارٌ

ক্ষমা করা

غَفَرَ

فَعَّالٌ

অধিক রিযিক দানকারী

رَزَّاقٌ

রিযিক দেওয়া

رَزَقَ

 অত্যন্ত ক্ষমাশীল

غَفُوْرٌ

ক্ষমা করা

غَفَرَ

فَعُوْلٌ

অত্যন্ত কৃতজ্ঞ

شَكُوْرٌ

কৃতজ্ঞ হওয়া

شَكَرَ

অনেক জ্ঞানী

عَلِيْمٌ

জানা

عَلِمَ

 

فَعِيْلٌ

অত্যন্ত দয়াবান

رَحِيمٌ

দয়া করা

رَحِمَ

সাম্যক শ্রোতা

سَمِيْعٌ

শোনা

سَمِعَ

অত্যন্ত পবিত্র

قُدُّوْسٌ

পবিত্র হওয়া

قَدُسَ

فُعُّولٌ

অত্যন্ত সত্যবাদী

صِدِّيْقٌ

সত্য বলা

صَدَقَ

فِعِّيْلٌ

অত্যন্ত গীবতকারী

هُمَزَةٌ

গীবত করা

هَمَزَ

فُعَلَةٌ

অনেক জ্ঞানী

عَلَّامَةٌ

জানা

عَلِمَ

فَعَّالَةٌ

অনেক অবিশ্বাসী

كُفَّارٌ

অবিশ্বাস করা

كَفَرَ

فُعَّالٌ

অনেক দয়াবান

رَحْمَانُ

দয়া করা

رَحِمَ

فَعْلَانُ

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ