আরবীতে বহুবচন (Plural) দুপ্রকার  ।   جَمْعُ السَّالِمِ  সুগঠিত বহুবচন (Sound Plural)  جَمْعُ التَّكْسِيرِ   ভঙ্গুর বহুবচন (Broken Plural) সুগঠিত বহুবচন দুই প্রকারঃ ১) পুরুষবাচক সুগঠিত বহুবচন جَمْعُ  الْمُذَكَّرِ السَّالِمُ   ও  ২) স্ত্রীবাচক সুগঠিত বহুবচন  جَمْعُ  الْمُؤَنَّثِ السَّالِمُ

 

পুরুষবাচক সুগঠিত বহুবচন এর ক্ষেত্রে  ইসম   مَرْفُوْعٌ অবস্থায় থাকলে তার শেষে   وْنَ যোগ করে এবং مَنْصُوْبٌ   مَجْرُوْرٌ অবস্থায় থাকলে তার শেষে  يْنَ যোগ করে বহুবচন করতে হয়। বস্তুবাচকের ক্ষেত্রে পুরুষ বাচক সুগঠিত বহুবচন হয় না।

 

مَنْصُوْبٌ  +  مَجْرُوْرٌ

مَرْفُوْعٌ

مَرْفُوْعٌ

مُسْلِمِيْنَ

مُسْلِمُوْنَ

مُسْلِمٌ

মুসলিমদের/মুসলিমদেরকে

মুসলিমগণ

একজন মুসলিম

مُؤمِنِيْنَ

مُؤمِنُوْنَ

مُؤْمِنٌ

বিশ্বাসীদের/ বিশ্বাসীদেরকে

বিশ্বাসীগণ

একজন বিশ্বাসী

مُنَافِقِيْنَ

مُنَافِقُوْنَ

مُنَافِقٌ

কপটদের/ কপটদেরকে

কপটরা

একজন কপট

قَانِتِينَ

قَانِتُونَ

قَانِتٌ

অনুগতদের/ অনুগতদেরকে

অনুগতরা

একজন অনুগত

صَادِقِينَ

صَادِقُونَ

صَادِقٌ

সত্যবাদীদের/ সত্যবাদীদেরকে

সত্যবাদীগণ

একজন সত্যবাদী

صَابِرِينَ

صَابِرُونَ

صَابِرٌ

ধর্য্যশীলদের/ ধর্য্যশীলদেরকে

ধর্য্যশীলগণ

একজন ধর্য্যশীল

خَاشِعِينَ

خَاشِعُونَ

خَاشِعٌ

ভীতদের/ভীতদেরকে

ভীতরা

একজন ভীত

مُتَصَدِّقِينَ

مُتَصَدِّقُونَ

مُتَصَدِّقٌ

দানশীলদের/ দানশীলদেরকে

দানশীলগণ

একজন দানশীল

حَامِدِينَ

حَامِدُونَ

حَامِدٌ

প্রশংসাকারীদের/প্রশংসাকারীদেরকে

প্রশংসাকারীগণ

একজন প্রশংসাকারী

عَابِدِينَ

عَابِدُونَ

عَابِدٌ

দাসদের/দাসদেরকে

দাসরা

একজন দাস

صَائِمِينَ

صَائِمُونَ

صَائِمٌ

রোজাদারদের/ রোজাদারদেরকে

রোজাদারগণ

একজন রোজাদার

حَافِظِينَ

حَافِظُونَ

حَافِظٌ

সংরক্ষকদের/ সংরক্ষকদেরকে

সংরক্ষকগণ

একজন সংরক্ষক

 

الْجَمْعُ

الْمُفْرَدُ

هُمْ مُسْلِمُوْنَ

তারা মুসলিম

هُوَ مُسْلِمٌ

সে একজন মুসলিম

رَأَيْتُ مُسْلِمِيْنَ

মুসলিমদেরকে দেখেছিলাম

رَأَيْتُ مُسْلِمًا

একজন মুসলিমকে দেখেছিলাম

هٰذَا لِمُهَنْدِسِيْنَ

এটা প্রকৌশলীদের জন্য

هٰذَا لِمُهَنْدِسٍ

এটা একজন প্রকৌশলীর জন্য

 

স্ত্রীবাচক সুগঠিত বহুবচন এর ক্ষেত্রে  ইসম  مَرْفُوْعٌ অবস্থায় থাকলে তার শেষে  اتٌ যোগ করে এবং  مَنْصُوْبٌ    مَجْرُوْرٌ অবস্থায় থাকলে তার শেষে  اتٍ যোগ করে দ্বিবচন করতে হয়। স্ত্রীবাচক শব্দের শেষে গোল তা থাকলে সাধারণত এ ধরনের বহুবচন হয়।

 

مَنْصُوْبٌ  +  مَجْرُوْرٌ

مَرْفُوْعٌ

مَرْفُوْعٌ

مُسْلِماتٍ

مُسْلِمَاتٌ

مُسْلِمَةٌ

মুসলিমাদের/মুসলিমাদেরকে

মুসলিমাগণ

একজন মুসলিমাহ

مُؤمِنَاتٍ

مُؤمِنَاتٌ

مُؤْمِنَةٌ

বিশ্বাসীনীদের/ বিশ্বাসীনীদেরকে

বিশ্বাসীনীগণ

একজন বিশ্বাসীনী

مُنَافِقاتٍ

مُنَافِقاتٌ

مُنَافِقَةٌ

কপট নারীদের/ কপট নারীদেরকে

কপটর নারীরা

একজন কপট নারী

جَنَّاتٍ

جَنَّاتٌ

جَنَّةٌ

বাগানগুলির/ বাগানগুলিকে

বাগানগুলো

একটি বাগান

طَالِبَاتٍ

طَالِبَاتٌ

طَالِبَةٌ

ছাত্রীদের/ছাত্রীদেরকে

ছাত্রীরা

একজন ছাত্রী

قَانِتَاتٍ

قَانِتَاتٌ

قَانِتَةٌ

অনুগত নারীদের/ অনুগত নারীদেরকে

অনুগত নারীরা

একজন অনুগত নারী

صَادِقَاتٍ

صَادِقَاتٌ

صَادِقَةٌ

সত্যবাদী নারীদের/ সত্যবাদী নারীদেরকে

সত্যবাদী নারীরা

একজন সত্যবাদী নারী

 

الْجَمْعُ

الْمُفْرَدُ

هُنَّ مُسْلِمَاتٌ

তারা মুসলিমা

هِيَ مُسْلِمَةٌ

সে একজন মুসলিমা

رَأَيْتُ مُسْلِمَاتٍ

মুসলিমাদের দেখেছিলাম

رَأَيْتُ مُسْلِمَةً

একজন মুসলিমাকে দেখেছিলাম

هٰذَا لِمُهَنْدِسَاتٍ

এটা নারী প্রকৈশলীদের জন্য

هٰذَا لِمُهَنْدِسَةٍ

এটা একজন নারী প্রকৌশলীর জন্য

 

কুরআনীয় উদাহরণ

নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা মহাপুরষ্কার।

 

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

এবং জান্নাত সমূহ,  যার তলদেশে প্রবাহিত হচ্ছে নদী সমূহ

وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ

 

কিছু শব্দ আছে যাদের একবচন হয় নাএদের একবচনের জন্য সম্পূর্ণ নতুন শব্দ আসেএদের اِسْمُ الْجَمْعِ বলা হয়যেমন

অর্থ

الْجَمْعُ

الْمُفْرَدُ

নারী

نِسَاءٌ

إمْرَأةٌ

জাতি

قَوْمٌ

رَجُلٌ

উট

إبِلٌ

جَمَلٌ

 

جَمْعُ التَّكْسِيرِ ভঙ্গুর বহুবচনঃ এক্ষেত্রে মূল শব্দ ভেঙ্গে যায়। এর বিভিন্ন গঠন আছে। যেমন,

অর্থ

الْجَمْعُ

الْمُفْرَدُ

গঠন

নতুন

جُدُدٌ

جَدِيْدٌ

 

 

فُعُلٌ

বই

كُتُبٌ

كِتَابٌ

রসূল

رُسُلٌ

رَسُوْلٌ

শহর

مُدُنٌ

مَدِيْنَةٌ

নৌকা

سُفُنٌ

سَفِيْنَةٌ

পাঠ

دُرُوْسٌ

دَرْسٌ

 

 

 

فُعُوْلٌ

ক্লাসরুম

فُصُوْلٌ

فَصْلٌ

বাড়ি

بُيُوْتٌ

بَيْتٌ

কাজ

أُمُوْرٌ

أَمْرٌ

মাস

شُهُوْرٌ

شَهْرٌ

চোখ

عُيُونٌ

عَيْنٌ

তলোয়ার

سُيُوفٌ

سَيْفٌ

যুবক

فِتْيَةٌ

فَتًى

 

فِعْلَةٌ

ভাই

إخْوَةٌ

أخٌ

লেখক

كُتَّابٌ

كَاتِبٌ

فُعَّالٌ

পাঠক

قُرَّاءٌ

قَارِئٌ

দেশ

بِلَادٌ

بَلَدٌ

 

فِعَالٌ

লোক

رِجَالٌ

رَجُلٌ

বয়স্ক

كِبارٌ

كَبِيْرٌ

পাহাড়

جِبَالٌ

جَبَلٌ

ফ্যাক্টরি

مَصَانِعُ

مَصْنَعٌ

 

مَفَاعِلُ

স্কুল

مَدَارِسُ

مَدْرَسَةٌ

অফিস

مَكَاتِبُ

مَكْتَبٌ

পরিবার

أُسَرٌ

أسْرَةٌ

 

فُعَلٌ

রুম

غُرَفٌ

غُرْفَةٌ

বাক্য

جُمَلٌ

جُمْلَةٌ

প্রশ্ন

أَسْئِلَةٌ

سُؤَالٌ

أَفْعِلَةٌ

 

উত্তর

أَجْوِبَةٌ

جَوَابٌ

বালক

أولَادٌ

وَلَدٌ

 

 

 

أَفْعَالٌ

পুত্র

أبْنَاءٌ

اِبْنٌ

চাচা

أعْمَامٌ

عَمٌّ

রব

أَرْبَابٌ

رَبٌّ

রূহ

أَرْوَاحٌ

رُوْحٌ

সম্পদ

أَمْوَالٌ

مَالٌ

নদী

أَنْهَارٌ

نَهْرٌ

সঙ্গী

أَزْوَاجٌ

زَوْجٌ

সহপাঠি

زُمَلَاءُ

زَمِيْلٌ

 

فُعَلَاءُ

জ্ঞানী

حُكَماءُ

حَكِيْمٌ

অপরিচিত

غُرَباءُ

غَرِيبٌ

আত্মীয়

أَقْرِباءُ

قَرِيْبٌ

 

أَفْعِلَاءُ

বন্ধু

أَصْدِقاءُ

صَدِيقٌ

ধনী

أَغْنِيَاءُ

غَنِيٌ

নবী

أَنْبِيَاءُ

نَبِيٌّ

জিহবা

أَلسُنٌ

لِسَانٌ

 

أَفْعُلٌ

মাস

أَشْهُرٌ

شَهْرٌ

পা

أَرْجُلٌ

رِجْلٌ

মাস

أَشْهُرٌ

شَهْرٌ

চোখ

أَعْيُنٌ

عَيْنٌ

 

মারফু অবস্থায় এসকল বহুবচন পেশ, মানসুব অবস্থায় যবর এবং মাজরুর অবস্থায় যের নেয়। তবে أَفْعِلَاءُ   فُعَلَاءُ এবং مَفَاعِلُ  এই তিনটি গঠন ব্যতিক্রম। এরা মাজরুর অবস্থায় যবর নেয়। নিচের উদাহরণগুলো লক্ষ্য করি।

 

দ্বিত্ব

মুরাব

ক্ষেত্র

هُمْ غُرَباءُ

তারা অপরিচিত

هُمْ عُمَّالٌ

তারা কর্মী

مَرْفُوْعٌ

رَأَيْتُ غُرَباءَ

অপরিচিতদের দেখেছিলাম

رَأَيْتُ عُمَّالًا

কর্মীদেরকে দেখেছিলাম

مَنْصُوْبٌ

هٰذَا لِغُرَباءَ

এটা অপরিচিতদের জন্য

هٰذَا لِعُمَّالٍ

এটা কর্মীদের জন্য

مَجْرُوْرٌ

 

অনেক ভঙ্গুর বহুবচনের অক্ষর সংখ্যা কমে যায়

বহুবচন

একবচন

بَرَامِجُ

بَرْنَامَجٌ = প্রোগ্রাম

عَنَاكِبُ

عَنْكَبُوْتٌ = মাকড়শা

عَنَادِلُ

عَنْدَلِيْبٌ = পাপিয়া পাখি

مَشَافٍ

مُسْتَشْفَى হাসপাতাল =

 

কিছু শব্দে ة একবচন নির্দেশক।  ة উঠে গেলে সাধারণভাবে জাতীবাচক বোঝায়। যেমনঃ

খেজুর

نَخْلٌ

একটি খেজুর

نَخْلَةٌ

পাথর

حَجَرٌ

একটি পাথর

حَجَرَةٌ

আপেল

تُفَّاحٌ

একটি আপেল

تُفَّاحَةٌ

বৃক্ষ

شَجَرٌ

একটি বৃক্ষ

شَجَرَةٌ

মাছ

سَمَكٌ

একটি মাছ

سَمَكَةٌ

কলা

مَوْزٌ

একটি কলা

مَوْزَةٌ

 

কুরআনীয় উদাহরণ

আর দিনগুলো, আমি তা মানুষের মধ্যে আবর্তন করি

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

পৃথক অনেক উপাস্য ভাল, নাকি আল্লাহ?

أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ

এবং পর্বতমালাকে পেরেকরূপে (করেছি)

وَالْجِبَالَ أَوْتَادًا

এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে

وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ

নিশ্চয়ই তোমাদের স্ত্রী সন্তানদের থেকে রয়েছে তোমাদের শত্রু

إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ

তাদের রয়েছে অন্তর সমূহ, তার বিবেচনা করে না তা দিয়ে

لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا

আকাশ বিদীর্ণ হবে; তারপর তা হবে বহু দরজা বিশিষ্ট

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا

সে কি বহু উপাস্যকে এক উপাস্য করেছে?

أَجَعَلَ الْآلِهَةَ إِلَٰهًا وَاحِدًا

এরপর আমি তাদের পরে অন্য অনেক সম্প্রদায় সৃষ্টি করেছি

ثُمَّ أَنشَأْنَا مِن بَعْدِهِمْ قُرُونًا آخَرِينَ

তাহলে তোমার পূর্বেও বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে

فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ