ক্রিয়া সম্পাদনকারী কর্তার নামকে اِسْمُ الْفَاعِلِ বলেযেমনنَصَرَ  একটা ক্রিয়া অর্থ “সে সাহায্য করল”আর যে সাহায্য করেছে তার নাম সে হল  نَاصِرٌ  বা সাহায্যকারী।

 

যার উপর ক্রিয়া আপতিত হয় তাকে اِسْمُ الْمَفْعُوْلِ বলেযেমন যাকে সাহায্য করা হয়েছে সে হল مَنْصُوْرٌ  বা সাহায্যপ্রাপ্ত অকর্মক ক্রিয়ার  اِسْمُ الْمَفْعُوْلِ হয় না।

 

 اِسْمُ الْفَاعِلِاِسْمُ الْمَفْعُوْلِ এর কিছু উদাহরন

 

اِسْمُ الْمَفْعُوْلِ

اِسْمُ الْفَاعِلِ

 

ক্রিয়া

مَطْلُوْبٌ

طَالِبٌ

অন্বেষ করা

طَلَبَ

مَغْضُوبٌ

غَاضِبٌ

গযব দেওয়া

غَضَبَ

-

دَاخِلٌ

প্রবেশ করা

دَخَلَ

مَقْتُوْلٌ

قَاتِلٌ

হত্যা করা

قَتَلَ

-

فَاسِدٌ

বিশৃঙ্খলা করা

فَسَدَ

مَحْكُوْمٌ

حَاكِمٌ

বিচার করা

حَكَمَ

-

قَاعِدٌ

বসা

قَعَدَ

مَتْرُوْكٌ

تَارِكٌ

ছেড়ে দেওয়া

تَرَكَ

مَنْقُوْضٌ

نَاقِضٌ

চুক্তি ভংগ করা

نَقَضَ

مَنْظُوْرٌ

نَاظِرٌ

লক্ষ্য করা

نَظَرَ

مَكْفُوْرٌ

كَافِرٌ

অবিশ্বাস করা

كَفَرَ

مَدْرُوْسٌ

دَارِسٌ

অধ্যয়ন করা

دَرَسَ

مَبْلُوْغٌ

بَالِغٌ

পৌছানো

بَلَغَ

مَشْكُوْرٌ

شَاكِرٌ

কৃতজ্ঞতা করা

شَكَرَ

 

اِسْمُ الْفَاعِلِ গুলো কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে  ক্রিয়াপদের বর্তমান বা ভবিষ্যত কালের মত কাজ করে। যেমন,

আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে  যাচ্ছি,

إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً 

যায়েদ কি তার পাঠটি বুঝেছে?

أَ فَاهِمٌ زَيْدٌ دَرْسَهُ؟ 

যায়েদ তার পাঠটি বুঝে

زَيْدٌ فَاهِمٌ دَرْسَهُ 

আলি যায়েদকে মারবে না

مَا ضَارِبٌ عَلِيٌّ زَيْدًا

 

কুরানীয় উদাহরণঃ

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ

আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।

وَهُمْ فِيهَا خَالِدُونَ

এবং প্রতিশ্রুত দিবসের,

وَالْيَوْمِ الْمَوْعُودِ

এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

وَشَاهِدٍ وَمَشْهُودٍ

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ

এবং সংরক্ষিত পানপাত্র

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ

সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ

হয়ত বা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন।

عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

আর নিশ্চয় আমি তাদেরকে আযাবের ভাগ কিছু মাত্রও কম না করেই পুরোপুরি দান করবো

وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنقُوصٍ

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ