সংযোজক অব্যয় বা Conjunction গুলো দুইটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। এর পরের ইসমটি পূর্বের ইসমের বিভক্তি নেয়। পরবর্তী ইসমটিকে বলা হয় مَعْطُوْفٌ যার সাথে সংযুক্ত হয় مَعْطُوْفٌ عَلَيهِ বলা হয়

 

আমার আব্বা ও আম্মা তাদের রুমে আছেন

أَبِي وَ أَمِّي فِي غُرْفَتِهِمَا

এবং

وَ

এটা এজন্য যে, তারা বিশ্বাস করেছে অতঃপর কুফরি করেছে

ذَٰلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا

অতঃপর

ثُمَّ

সুতরাং তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে। অতএব তারা বুঝে না।

فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ

সুতরাং/

অতএব

فَ

বলো, তোমরা ব্যয় করো ইচ্ছায় বা অনিচ্ছায়,

قُلْ أَنفِقُوا طَوْعًا أَوْ كَرْهًا

অথবা

أَوْ

আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন

أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ

অথবা

أَمْ

বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না।

بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ

বরং

بَلْ

জায়েদ এসেছিলো মুহাম্মাদ নয়

جاءَ زَيْدٌ لا مُحَمَّدٌ

নয়

لَا

আমি রুটি খাইনি কিন্তু গোশ্ত (খেয়েছি)

ما أَكَلْتُ الخُبْزَ لٰكِنِ اللَّحْمَ

কিন্তু

لٰكِنْ

শত্রু পালিয়েছে এমনকি নেতাও

فَرَّ الْعَدُوُّ حَتَّى الْقَائِدُ

এমনকি

حَتَّى

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ