আরবী ভাষা শিক্ষা বলতে বোঝায় আরবী ভাষা বলতে, লিখতে আর পড়তে শেখা। শুনে বা পড়ে বুঝতে পারা। এটা একটা চলমান প্রক্রিয়া। একটা নির্দিষ্ট বই পড়ে বা কেবল একটা কোর্স করে ভাষা শিক্ষা সম্ভব নয় কারন এতে আমাদের অনেক রচনা বা সাহিত্য পড়তে হবে, বলতে হবে, শুনতে হবে।  

 

একইসাথে আরবী ভাষা শুদ্ধরুপে শিখতে গেলে সাহিত্যের পাশাপাশি ব্যাকরণের জ্ঞান অর্জন করা জরুরী। আমাদের এই বইতে আমরা আরবী ভাষার ব্যাকরণের দিকটা দেখবো।  আরবী ব্যাকরণের তিনটি মৌলিক শাখা আছে।

 

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ