কিছু ব্যতিক্রম বাদে ইসমের শেষে সাধারণত تَنْوِيْنٌ থাকে। ইসমের শেষে تَنْوِيْنٌ থাকলে সেটা অনির্দিষ্ট (Indefinite) ও একবচন (Singular) বোঝায়। যেমন, كِتَابٌ একটি বই, كُرْسِيٌّ একটি চেয়ার, بَيتٌ একটি বাড়ি ইত্যাদি। অনির্দিষ্ট اِسْمٌ কে নির্দিষ্ট (Definite) করতে اَلْ হারফটি যুক্ত করতে হয়। সেক্ষেত্রে تَنْوِيْنٌ এর এক হরকত উঠে যায়।
চাবিটি |
الْمِفْتَاحُ |
একটি চাবি |
مِفْتَاحٌ |
কলমটি |
الْقَلَمُ |
একটি কলম |
قَلَمٌ |
লোকটি |
الرَّجُلُ |
একটি লোক |
رَجُلٌ |
বিড়ালটি |
الْقِطُّ |
একটি বিড়াল |
قِطٌّ |
মনে রাখতে হবে, নামবাচক ইসমের শেষে তানয়ীন থাকলেও সেটা নির্দিষ্ট। যেমন زَيْدٌ ‘জায়েদ” এর শেষে তানয়ীন থাকা সত্ত্বেও তা নির্দিষ্ট।
কোর্স বিষয়বস্তু