اِسْمُ الْفِعْلِ    গুলো ইসম কিন্তু তাতে ক্রিয়ার প্রভাব বিদ্যমান। যেমন,

আমার প্রার্থনা কবুল কর

آمِيْنَ

দূর হলো

هَيْهَاتَ

এই যে! দেখো! নাও!

هَاؤُمْ

আসো, আনো

هَلُمَّ

তুমি, এসো!

هَيْتَ

আসো

هَيَّا

দূর্ভোগ! ধিক! ধ্বংস!

أَوْلَىٰ

আমি ব্যথা অনূভব করি

آهِ

হায়!

وَيْ

আমি বিরক্ত

اُفٍّ

 

কুরআনীয় উদাহরণঃ

তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না

فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ

আপনি বলুনঃ তোমাদের সাক্ষীদেরকে আন

قُلْ هَلُمَّ شُهَدَاءَكُمُ

নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ

هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ

এবং বলল, “এই তুমি এদিকে এস”

وَقَالَتْ هَيْتَ لَكَ

তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ