কিছু শব্দ নিজেই বহুবচন অর্থ দেয়। এরা অর্থানুযায়ী বহুবচন শব্দের দিক থেকে একবচন। তাই তাদের আবার বহুবচনও আছে। যেমন, [ ব্রাকেটে বহুবচন দেওয়া হলো]
جَيْشٌ (جُيُوشٌ) |
شَعْبٌ (شُعُوبٌ) |
قَوْمٌ (أقْوَامٌ) |
نَاسٌ (آنَاسٌ) |
সেনাবাহিনী |
জাতি |
জাতি |
মানুষ |
এদেরকে একবচন ও বহুবচন দুইভাবেই ব্যবহার করা যায়।
القَوْمُ صَالِحٌ |
اَلقَوْمُ صَالِحُوْنَ |
জাতিটি নেককার |
اَلجَيْشُ كَبِيرٌ |
الجَيْشُ كِبَارٌ |
সেনাদলটি বড় |
أَنَا بَشَرٌ |
نَحْنُ بَشَرٌ |
আমি একজন মানুষ |
কোর্স বিষয়বস্তু