তিন থেকে নয় পর্যন্ত সংখ্যক বহুবচনকে جَمْعُ القِلَّةِ বলে। এর চারটি গঠন আছে।

 

অর্থ

বহুবচন

একবচন

গঠন

কুকুর

أَكلُبٌ

كَلْبٌ

أَفْعُلٌ

কথা

أَقْوَالٌ

قَولٌ

أفْعَالٌ

সাহায্য 

أعْوِنَةٌ

عَوْنٌ

أفْعَلَةٌ

চাকর

غِلْمَةٌ

غُلَامٌ

فِعْلَةٌ

 

অন্যদিকে দশ বা দশের অধিক সংখ্যক বহুবচনকে   جَمْعُ الكَثْرَةِ বলে। এর অনেক গঠন রয়েছে। এরমধ্যে কয়েকটি এখানে দেওয়া হলো।

 

অর্থ

বহুবচন

একবচন

গঠন

লোক

رِجَالٌ

رَجُلٌ

فِعَالٌ

চোখ

عُيُونٌ

عَيْنٌ

فُعُوْلٌ

জ্ঞানী

حُكَماءُ

حَكِيْمٌ

فُعَلَاءُ

রসূল

رُسُلٌ

رَسُوْلٌ

فُعُلٌ

নবী

أَنْبِيَاءٌ

نَبِيٌّ

أَفْعِلَاءُ

রুম

غُرَفٌ

غُرْفَةٌ

فُعَلٌ

লেখক

كُتَّابٌ

كَاتِبٌ

فُعَّالٌ

 

এছাড়া ال যুক্ত হলে সুগঠিত বহুবচনগুলো জামউ কাসরা হয়। আবার কিছু কিছু শব্দের সুগঠিত ও ভঙ্গুর উভয় ধরনের বহুবচন রয়েছে। যেমনطَالِبُوْنَ ، طُلَّابٌ    উভয়ই طَالِبٌ  শব্দের বহুবচন।

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ