বাংলা ও ইংরেজীর মতো আরবীতেও পুরুষ (Person) তিন প্রকারযেমন,  ১) উত্তম পুরুষ (First Pesrson)  বাالْمُتَكَلِّمُ   ) মধ্যম পুরুষ (Second Person) বা  الْحَاضِرُবা الْمُخَاطَبُ ) তৃতীয় পুরুষ (Third person) বা الغَائِبُ

الغَائِبُ

الْٰحَاضِرُ 

الْمُتَكَلِّمُ

هُوَ

أَنْتَ

أَنَا

সে

তুমি

আমি

يَذْهَبُ

تَذْهَبُ

أَذْهَبُ

সে যায়

তুমি যাও

আমি যাই

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ