ক্রিয়ার সাথে অতিরিক্ত  م  যুক্ত হয়ে যে মাসদার গঠিত হয় তাকে الْمَصْدَرِ الْمِيمِي  বলে। আকৃতিতে ভিন্ন হলেও মূল মাছদারের সঙ্গে মীমযুক্ত মাছদারের অর্থের কোন পার্থক্য নেই।  এর কয়েকটি গঠন রয়েছে। যেমন,

অর্থ

الْمَصْدَرُ

অর্থ

ক্রিয়া

 

বসা

مَقْعَدٌ

সে বসলো

قَعَدَ

 

 

 

مَفْعَلٌ

        

দেখা

مَنْظَرٌ

সে দেখলো

نَظَرَ

প্রহার করা

مَضْرَبٌ

সে প্রহার করলো

ضَرَبَ

ঘটে যাওয়া

مَوقَعٌ

ঘটে গেল

وَقَعَ

খোলা

مَفْتَحٌ

সে খুললো

فَتَحَ

তাওবা করা

مَتَابٌ

সে তাওবা করলো

تَابَ

চালানো

مَسَاقٌ

সে চালালো

سَاقَ

মৃত্যু বরণ করা

مَمَاتٌ

সে মৃত্যু বরণ করলো

مَاتَ

বেচে থাকা

مَحْيا

সে বেচে থাকল

حَيِيَ

অঙ্গিকার করা

مَوْعِدٌ

সে অঙ্গকার করলো

وَعَدَ

 

 

 

 

 

 

مَفْعِلٌ

ভয় পাওয়া

مَوْجِلٌ

সে ভয় পেল

وَجِلَ

হাটা

مَسِيرٌ

সে হাটলো

سَارَ

বৃদ্দি করা

مَزِيدٌ

সে বৃদ্দি করলো

زَادَ

ফেরা

مَرْجِعٌ

সে ফিরে আসলো

رَجَعَ

যাওয়া

مَذْهَبَةٌ

সে গেল

ذَهَبَ

 

 

مَفْعَلَةٌ

খারাপ হওয়া

مَفْسَدَةٌ

সে খারাপ হলো

فَسَدَ

ইচ্ছা করা

مَوَدَّةٌ

সে ইচ্ছা করলো

ودَّ

দান করা

مَهَابَةٌ

সে দান করলো

وهَبَ

অত্যাচার করা

مَظْلِمَةٌ

সে অত্যাচার করল

ظَلَمَ

 

مَفْعِلَةٌ

অপরাধ করা

مَعْصِيَةٌ

সে অপরাধ করেছে

عَصَى

জীবিকা নির্বাহ করা

مَعِيشَةٌ

সে জীবিকা নির্বাহ করলো

عَاشَ

ক্ষমা করা

مَغْفِرَةٌ

সে ক্ষমা করল

غَفَرَ

অপারগ হওয়া

مَعْذُرَةٌ

সে অপারগ হলো

عذُرَ

 

مَفْعُلَةٌ

ক্ষমতাবান হওয়া

مَقْدُرَةٌ

সে ক্ষমতাবান হলো

قَدَرَ

 

উল্লেখ্যঃ

ক) তিন অক্ষরমূলের ক্রিয়া ব্যতিত অন্য ক্রিয়ার ইসমুল মাফ‘ঊলগুলো মাসদার আল মিমি রুপে ব্যবহৃত হয়। مُسَبَّحٌ    একটা ইসম মাফুল যা এসেছে سَبَّحَ ক্রিয়া থেকে।

খ) কখনো কখনো মীমযুক্ত মাছদারের শেষে ة যুক্ত হয়। যেমনঃ    مَسِيْرَةٌ، مَقْعَدَةٌ،

 

কোর্স বিষয়বস্তু

9 চ্যাপ্টার • 58 পাঠ