উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

العلق

সূরা আলাক

Surah Al-Alaq

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

Tell me, if he (Muhammad (Peace be upon him)) is on the guidance (of Allah)?

১২

অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

Or enjoins piety?

১৩

আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

Tell me if he (the disbeliever, Abu Jahl) denies (the truth, i.e. this Quran), and turns away?

১৪

সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

Knows he not that Allah does see (what he does)?

১৫

কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

Nay! If he (Abu Jahl) ceases not, We will catch him by the forelock,

১৬

মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

A lying, sinful forelock!

১৭

অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

Then, let him call upon his council (of helpers),

১৮

আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

We will call the guards of Hell (to deal with him)!

১৯

কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

Nay! (O Muhammad (Peace be upon him))! Do not obey him (Abu Jahl). Fall prostrate and draw near to Allah!