(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
