الحجر

সূরা হিজর

Surah Al-Hijr

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৭১

তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।

৭২

আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।

৭৩

অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।

৭৪

অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।

৭৫

নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

৭৬

জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে।

৭৭

নিশ্চয় এতে ঈমানদারদের জন্যে নিদর্শণ আছে।

৭৮

নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল।

৭৯

অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত।

৮০

নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে।