الفجر

সূরা আল ফজর

Surah Al-Fajr

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

১১

যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

১২

অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

১৩

অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

১৪

নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

১৫

মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

১৬

এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

১৭

এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

১৮

এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

১৯

এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

২০

এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।