উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الفجر

সূরা আল ফজর

Surah Al-Fajr

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

Who did transgress beyond bounds in the lands (in the disobedience of Allah).

১২

অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

And made therein much mischief.

১৩

অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

So your Lord poured on them different kinds of severe torment.

১৪

নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

Verily, your Lord is Ever Watchful (over them).

১৫

মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

As for man, when his Lord tries him by giving him honour and gifts, then he says (puffed up): "My Lord has honoured me."

১৬

এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

But when He tries him, by straitening his means of life, he says: "My Lord has humiliated me!"

১৭

এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

Nay! But you treat not the orphans with kindness and generosity (i.e. you neither treat them well, nor give them their exact right of inheritance)!

১৮

এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

And urge not on the feeding of AlMiskin (the poor)!

১৯

এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

And you devour inheritance all with greed,

২০

এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

And you love wealth with much love!