(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
শপথ ফজরের,
শপথ দশ রাত্রির, শপথ তার,
যা জোড় ও যা বিজোড়
এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি
এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে