( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
সে মৃত্যুকে আহবান করবে,
He will invoke (his) destruction,
এবং জাহান্নামে প্রবেশ করবে।
And shall enter a blazing Fire, and made to taste its burning.
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
Verily, he was among his people in joy!
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
Verily, he thought that he would never come back (to Us)!
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
Yes! Verily, his Lord has been ever beholding him!
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
So I swear by the afterglow of sunset;
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
And by the night and whatever it gathers in its darkness;
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
And by the moon when it is at the full,
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
You shall certainly travel from stage to stage (in this life and in the Hereafter).
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
What is the matter with them, that they believe not?