الانشقاق

সূরা আল ইনশিক্বাক্ব

Surah Al-Inshiqaq

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

১১

সে মৃত্যুকে আহবান করবে,

১২

এবং জাহান্নামে প্রবেশ করবে।

১৩

সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

১৪

সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

১৫

কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

১৬

আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

১৭

এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

১৮

এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

১৯

নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

২০

অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?