( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
But [Fir'aun (Pharaoh)] belied and disobeyed;
অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
Then he turned his back, striving hard (against Allah).
সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
Then he gathered his people and cried aloud,
এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
Saying: "I am your lord, most high",
অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
So Allah, seized him with punishment for his last [i.e. his saying: "I am your lord, most high") (see Verse 79:24)] and first [(i.e. his saying, "O chiefs! I know not that you have a god other than I" (see Verse 28:38)] transgression.
যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
Verily, in this is an instructive admonition for whosoever fears Allah.
তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
Are you more difficult to create, or is the heaven that He constructed?
তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
He raised its height, and He has equally ordered it,
তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
Its night He covers with darkness, and its forenoon He brings out (with light).
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
And after that He spread the earth;