( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
"Even after we are crumbled bones?"
তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
They say: "It would in that case, be a return with loss!"
অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
But only, it will be a single Zajrah [shout (i.e., the second blowing of the Trumpet)]. (See Verse 37:19).
তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
When, behold, they find themselves over the earth alive after their death,
মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
Has there come to you the story of Musa (Moses)?
যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
When his Lord called him in the sacred valley of Tuwa,
ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
Go to Fir'aun (Pharaoh), verily, he has transgressed all bounds (in crimes, sins, polytheism, disbelief, etc.).
অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
And say to him: "Would you purify yourself (from the sin of disbelief by becoming a believer)",
আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
And that I guide you to your Lord, so you should fear Him?
অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
Then [Musa (Moses)] showed him the great sign (miracles).